পৃথিবীর জুড়ে অনবরত কত বিস্ময়কর ঘটনা ঘটে চলেছে। সমাজ মাধ্যমের যুগে যার আভাস পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের দোরগোড়ায়। বিশেষ করে সম্পর্কের ভাঙাগড়া, প্রতারণার ঘটনা নতুন নয়। কিন্তু সম্প্রতি যে দম্পতির খবর সামনে এসেছে তা একেবারে চমকে দিয়েছে সকলকে।  ৯৯ বছর বয়সি এক বৃদ্ধ তাঁর ৯৬ বছরের স্ত্রীকে বিচ্ছেদ দিয়েছেন। বহু বছর আগের পাওয়া কয়েকটি প্রেমপত্রের কারণেই দীর্ঘ ৭৭ বছরের দাম্পত্য জীবনে ইতি টানেন বৃদ্ধ। 


১৯৩৪ সালে ইতালির নাপোলি শহরে বিয়ে করেন আন্তোনিও ও রোসা। ৭৭ বছর ধরে একসঙ্গে ছিলেন, সংসার গড়েছেন তাঁরা। বড় করেছেন পাঁচ সন্তান। কিন্তু নব্বইয়ের কোঠায় জীবনের শেষ প্রান্তে পৌঁছে যেন দম্পতির জীবনের সবকিছু ওলটপালট হয়ে যায়৷ ২০১১ সালে একটি পুরনো ড্রয়ারে পাওয়া একগুচ্ছ প্রেমপত্র নাকি তাঁদের বিচ্ছেদ ডেকে এনেছে। 

আরও পড়ুনঃ মৃতের রাজ্য থেকে পুর্নজন্ম! ১০ হাজার বছর পর ফিরলেন প্রাগৈতিহাসিক মানবী, কোন জাদুতে অসাধ্য সাধন করলেন বিজ্ঞানীরা?


ঘটনাটি শুরু হয় যখন বৃদ্ধ বাড়ির পুরনো কাগজপত্র গুছাচ্ছিলেন। হঠাৎই তিনি খুঁজে পান কয়েকটি হলদেটে হয়ে যাওয়া চিঠি, যা তাঁর স্ত্রী প্রায় ৬০ বছর আগে অন্য এক পুরুষকে লিখেছিলেন। চিঠিগুলোতে ছিল অন্তরঙ্গ সম্পর্কের প্রমাণস্বরূপ কিছু কথা। যা পড়ে রীতিমতো স্তম্ভিত হয়ে যান আন্তোনিও। স্ত্রীর কাছে তিনি আসল সত্যি জানতে চান। রোসা প্রথমে অস্বীকার করলেও শেষ পর্যন্ত স্বীকার করেন যে অতীতে তিনি একটি সম্পর্কের মধ্যে জড়িয়েছিলেন।


বৃদ্ধার এই স্বীকারোক্তি ৭৭ বছরের দাম্পত্যের ভরসার ভিত্তি মুহূর্তেই নড়িয়ে দেয়। যদিও এতদিন পর স্বামীর কাছে নিজের অতীতের জন্য ক্ষমাও চেয়েছিলেন। কিন্তু আন্তোনিও মেনে নিতে পারেননি। বহু বছরের সংসার, সন্তান, নাতি-প্রপৌত্র—সবকিছু থাকার পরও স্ত্রীর অতীতের বিশ্বাসঘাতকতা ক্ষমা করতে পারেননি তিনি। ৯৬ বছরের স্ত্রীর বিশ্বাসঘাতকতায় ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেন ৯৯-এর বৃদ্ধ।

আরও পড়ুনঃ সঙ্গীর এই সব গোপন কথা ফাঁস করলেই বিপদ পড়বেন! প্রিয় বন্ধুকে বললেও চিড় ধরতে পারে দাম্পত্যে


ঘটনাটি ইতালির ইতিহাসে সবচেয়ে দীর্ঘকাল ধরে থাকা বিবাহবিচ্ছেদের নজির হিসেবে স্থান পেয়েছে। যা সামাজিক মাধ্যমে নজরে আসতেই তুমুল আলোড়ন শুরু হয়েছে। অনেকে এই ঘটনাকে “ভালবাসা, বিশ্বাস ও প্রতিশ্রুতির সবচেয়ে করুণ পরিণতি” বলে আখ্যা দেন।