আজকাল ওয়েবডেস্ক: বাড়িতে পোষ্য রাখতে চান অনেকেই। তবে দায়িত্ব নিতে হয় অনেক। সব থেকে বড় সীমাবদ্ধতা হল জায়গা। একটি ছোট ঘর বা একটি অ্যাপার্টমেন্ট, মাঝারি থেকে বড় আকারের কুকুরদের জন্য সমস্যার কারণ হতে পারে। কম জায়গায়, কিছু ব্রিডের কুকুরের সক্রিয়তা নষ্ট হয়ে যায়। যাইহোক, সীমিত জায়গা থাকা সত্ত্বেও পোষ্যের অভিভাবক হওয়ার ইচ্ছাপূরণ করতে চান? তাহলে বাড়িতে আনতে পারেন এই ব্রিডের কুকুর। ফ্রেঞ্চ বুলডগ ফ্রেঞ্চ বুলডগ অ্যাপার্টমেন্টে বসবাসের জন্য উপযুক্ত। এটি আকারে ছোট। গোল্ডেন রিট্রিভারের মত এটি লোমশ নয়। বাদামি, কালো, কিংবা সাদা কালো - এদের দেখতে খুবই মিষ্টি। এরা খেলতে ভালবাসে পরিবারের লোকজনের সঙ্গে। পুষতে ঝামেলা কম।  পোমেরেনিয়ান  তুলতুলে, ও ছোট্ট - এই কারণেই পোমেরিয়ান জনপ্রিয়। এগুলো প্রাণশক্তিতে শক্তিতে ভরপুর। বাড়িতে বাচ্চা বা অন্যান্য পোষ্যের সঙ্গেও এরা বেশ বন্ধুত্বপূর্ণ। তবে এদের সঙ্গে কাউকে থাকতে হবে সব সময়। ফাঁকা ফ্ল্যাটে একা রাখলে এরা হতাশ হয়ে পড়ে। লাসা ছোট্ট মুখ, আর বড় গোল গোল চোখ। মুখ দেখলেই মায়া হবে। তবে এই জাতের কুকুর খুবই বুদ্ধিমান। এরা আপনাকে সারাদিন আনন্দে রাখবে। চিহুয়াহুয়া মেক্সিকান এই ব্রিড দেখতে ছোট কিন্তু শক্তিশালী। এদের উচ্চতা ১৫-২৩ সেমি হয়। বেশি লোম যুক্ত ও কম লোম যুক্ত, দুপ্রকারেরই হয়।