আজকাল ওয়েবডেস্ক: মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা কিম্বা আত্মহত্যার চেষ্টা। এই ঘটনা নতুন নয়। ফের বৃহস্পতিবার সকালেও শহরে একই ঘটনা ঘটল। যার জেরে প্রায় ঘন্টাখানেক বন্ধ ছিল মেট্রো পরিষেবা। দিনের শুরুতেই পরিষেবা ব্যাহত হওয়ায় চরম ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা। সকাল ৮টা ৫০ নাগাদ রবীন্দ্রসদন মেট্রো স্টেশনে দক্ষিণেশ্বরগামী ট্রেন ঢোকার সময় ঝাঁপ দেন এক যুবক। ওই যুবকের মৃত্যু হয়েছে। তাঁর পরিচয় জানা যায়নি এখনও। এই ঘটনার জেরে চাঁদনি চক থেকে টালিগঞ্জ পর্যন্ত বন্ধ করে রাখা হয় মেট্রো পরিষেবা। সেই সময় দক্ষিণেশ্বর থেকে সেন্ট্রাল এবং টালিগঞ্জ থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্তই মেট্রো চলাচল করছিল।
