আজকাল ওয়েবডেস্ক: মনোরম আবহাওয়া উত্তর থেকে দক্ষিণবঙ্গে। যদিও চলতি সপ্তাহে দুই বঙ্গে দুইরকমের আবহাওয়ার পূর্বাভাস রয়েছে।
আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। তবে শুক্রবারের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ চড়বে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সপ্তাহান্তে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।
বুধবার উত্তরবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যান্য জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। রবিবার থেকে উত্তরবঙ্গেও বাড়বে তাপমাত্রা।