আজকাল ওয়েবডেস্ক: খাস কলকাতায় ভয়াবহ দুর্ঘটনা। উল্টোডাঙা উড়ালপুলে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে পড়ে প্রাণ গেল দুই আরোহীর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও দুই আরোহী। 

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে উল্টোডাঙা উড়ালপুলে। এক বাইকেই শোয়েব, সোহেল, রহমান ও ফারুক নামের চার যুবক বাড়ি ফিরছিলেন। রবিবার রাতে এক বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন। আজ সকালে একসঙ্গে একই বাইকে চেপে বাড়িতে ফিরছিলেন। সকলেই বেনিয়াপুকুর থানা এলাকার বাসিন্দা।‌

জানা গেছে, এদিন ইএম বাইপাসের দিক থেকে বাইকে করে এয়ারপোর্টের দিকে যাচ্ছিলেন তাঁরা। কারও মাথায় হেলমেট ছিল না। অন্য একটি গাড়ির সঙ্গে বেপরোয়া গতিতে রেষারেষি করতে গিয়ে উড়ালপুলের লেকটাউনমুখী লেনের ধারে থাকা রেলিংয়ে হঠাৎ সজোরে ধাক্কা মারে বাইকটি। বাইক থেকে ছিটকে নীচে পড়ে যান চারজনেই। 

দ্রুত পুলিশ চারজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে দু'জনকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বাকি দু'জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বেপরোয়া গতির জেরেই দুর্ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান।