আজকাল ওয়েবডেস্ক:‌ কলকাতার আকাশে রহস্যময় ড্রোন। সোমবার অন্তত আট থেকে দশটি ড্রোনকে ঘোরাফেরা করতে দেখা যায় আকাশে। ইতিমধ্যেই কলকাতা পুলিশের বেশ কয়েকটি থানাকে সতর্কবার্তা পাঠিয়েছে লালবাজার। নজরদারি শুরু হতেই ড্রোনগুলি পালিয়ে যায় বলে লালবাজার সূত্রে খবর।


প্রসঙ্গত, ভারত–পাক সংঘাতের আবহে কলকাতার আকাশে ড্রোনের ঘোরাফেরা যথেষ্টই চিন্তার বলে লালবাজার সূত্রে খবর। লালবাজারের পাশাপাশি কেন্দ্রীয় গোয়েন্দারাও তদন্ত শুরু করেছেন এই বিষয়টি নিয়ে। জানা গেছে, ফোর্ট উইলিয়ামের কাছে ড্রোনগুলিকে উড়তে দেখা যায়। তাই বিষয়টি খতিয়ে দেখছেন ইস্টার্ন কম‌্যান্ডের আধিকারিকরাও। ইস্টার্ন কমান্ডের তরফে জানানো হয়েছে, ‘‌এই বিষয়ে তথ্য মিলেছে। কলকাতার আকাশে দেখা গেছে বলে খবর এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’‌


পুলিশের সূত্র মারফত জানা যাচ্ছে, সোমবার বেশি রাতে মহেশতলা ও বেহালার দিক থেকে পর পর অন্তত আট থেকে দশটি ড্রোনকে আসতে দেখা যায়। সেগুলি প্রথমে হেস্টিংস এলাকায় ঘোরাঘুরি ঘরে। এর পর ড্রোনগুলি ময়দানের উপর দিকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে যায়। সেখান থেকে সেগুলি কিছুক্ষণ ঘোরাফেরা করে জওহরলাল নেহেরু রোডের উপর একটি বহুতলের আশপাশে। এর পর বেশ কয়েকটি ড্রোন চলে যায় পার্ক সার্কাসের দিকে। আর কয়েকটি ড্রোন উড়ে যায় উত্তর কলকাতার দিকে। হেস্টিংস থানার পুলিশই ড্রোনগুলিকে উড়তে দেখে লালবাজারকে খবর দেয়। এর পর সতর্ক করা হয় ময়দান–সহ অন‌্যান‌্য থানাগুলিকেও। যদিও রাতেই ড্রোনগুলি পালিয়ে যায়। তবে সেগুলি কোথায় পালিয়েছে তা জানার জন‌্য কলকাতা পুলিশের এসটিএফ ও গোয়েন্দা বিভাগ তদন্ত করছে। কোনও ভিডিও করার চেষ্টা হয়েছিল কিনা তাও জানার চেষ্টা করছে পুলিশ।

অন্তত ৪৫ মিনিট ধরে এই ড্রোনের ঘোরাফেরা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে লালবাজার, সেনা ও বায়ুসেনা। এই বিষয়ে কেন্দ্র রিপোর্ট চেয়েছে কলকাতা পুলিশের কাছে। পুলিশ সূত্রে খবর, রিপোর্ট তৈরির কাজ চলছে কেন্দ্রকে পাঠানোর জন্য।