আজকাল ওয়েবডেস্ক:‌ রবিবার মেট্রোর সময়সূচিতে আনা হল বদল। রবিবার অর্থাৎ ৭ ডিসেম্বর আরও সকালে মিলবে মেট্রো। ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষার জন্য মেট্রোর সময়ে এই পরিবর্তন করা হয়েছে। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। 


জানা গেছে মেট্রোর সময়সূচিতে বদল করা হয়েছে ব্লু লাইনে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর এবং গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত। 


ব্লু লাইনে রবিবার দেরিতে মেট্রো পরিষেবা শুরু হয়। কিন্তু ৭ ডিসেম্বর রবিবার ওই রুটে ডাউন এবং আপ লাইনে ৬৮টি করে মোট ১৩৬টি মেট্রো চলবে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে সকাল ৯টার পরিবর্তে ৮টায় শুরু হবে মেট্রো পরিষেবা। আবার শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রুটে সকাল ৯টা ৪ মিনিটে শুরু হবে মেট্রো পরিষেবা। এই রুটে অবশ্য শেষ মেট্রোর সময়সূচিতে কোনও বদল হবে না। রাত সাড়ে ৯টায় শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে। আবা দক্ষিণেশ্বর থেকে রাত ৯টা ৩৩ মিনিটে শহিদ ক্ষুদিরামগামী মেট্রো ছাড়বে। শহিদ ক্ষুদিরাম থেকে দমদমের শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯টা ৪৩ মিনিটে। অন্যান্য রবিবার যেখানে ১৩০ মেট্রো চলে, সেখানে ৭ ডিসেম্বর আপ ও ডাউন মিলিয়ে চলবে ১৩৬ মেট্রো।


আবার হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত গ্রিন লাইনেও ৭ ডিসেম্বর রবিবার সকাল থেকে রাত পর্যন্ত আপ এবং ডাউনে ৫৫টি করে মোট ১১০টি মেট্রো চলবে। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভে সকাল ৮টায় শুরু হবে পরিষেবা। সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত সকাল ৮টায় পাওয়া যাবে প্রথম মেট্রো। অন্যান্য রবিবার দু’টি রুটেই মেট্রো পরিষেবা সকাল ৯টায় শুরু হয়। শেষ মেট্রোর সময়সীমায় কোনও বদল নেই। রাত ৯টা ৪৫ মিনিটে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভের শেষ মেট্রো ছাড়বে। আবার সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯টা ৪৭ মিনিটে। ইয়েলো লাইনে অন্যান্য রবিবারের মতো স্বাভাবিক মেট্রো পরিষেবা পাওয়া যাবে।