আজকাল ওয়েবডেস্ক: পূর্বাভাস ছিলই। সেইমতো রাজ্যের জেলায় জেলায় বৃষ্টি, ঝোড়ো হাওয়া। বুধবার বিকেল থেকেই কলকাতা সহ একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টিপাত। রাতভর বৃষ্টির পর বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা সহ একাধিক জেলায় মুষলধারে বৃষ্টি। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, শীতের শুরুতে এই বৃষ্টি ভোগাবে কতক্ষণ। কী বলছে হাওয়া অফিস? আলিপুর আবহাওয়া দপ্তর বলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃহস্পতিতেও দিনভর চলবে বৃষ্টি বাদলার রেশ। কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই দিনাজপুর, হুগলি, নদীয়া, দুই বর্ধমানে দিনভর মেঘলা থাকবে আকাশ। দুই মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান, পুরুলিয়া, হাওড়া সহ একাধিক জেলায় এর রেশ থাকবে শুক্রবার পর্যন্ত। দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিমের তুষারপাতের প্রভাব দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় পড়তে পারে বলে মনে করা হচ্ছে শুক্রবার থেকে পরিবর্তন হবে আবহাওয়ার। শনিবার থেকে তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে।
