পূর্ব-মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে ঘূর্ণাবর্ত। অন্যদিকে, তামিলনাড়ু ও কর্ণাটক অতিক্রম করে মধ্য বঙ্গোপসাগর থেকে পূর্ব-মধ্য আরব সাগর পর্যন্ত বিস্তৃত ট্রাফটি তুলনায় এদিন অনেকটাই অস্পষ্ট।
2
5
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গে এক বা দুটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। রাজ্যের বাকি অংশে আবহাওয়া মোটের ওপর শুষ্কই থাকছে।
3
5
জানা গিয়েছে, শুক্রবার রাজ্যের কিছু স্থানে সর্বনিম্ন তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে রাজ্যের অন্যান্য স্থানে তাপমাত্রার তেমন কোনও বড় পরিবর্তন দেখা যায়নি।
4
5
উত্তরবঙ্গের এক বা দুটি স্থানে আজ শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ছিল। দক্ষিণবঙ্গেরও বেশ কিছু এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি। বাকি অংশে তাপমাত্রা স্বাভাবিক রয়েছে।
5
5
হাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহে রবিবার থেকে সব জেলাতেই তাপমাত্রার পারদ দু'-তিন ডিগ্রি সেলসিয়াস কমবে। যার জেরে শীতের আমেজ পাওয়া যাবে সব জেলাতেই। তবে এখন জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই।