জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অন্যতম শুভ যোগ হল গজকেশরী যোগ। এই গুরুত্বপূর্ণ যোগ তখনই তৈরি হয় যখন মন এবং সম্পদের কারক অর্থাৎ চন্দ্র জ্ঞান, ভাগ্য এবং ঐশ্বর্যের কারক বৃহস্পতির দিকে পূর্ণ দৃষ্টি দেয়। নভেম্বর
2
6
গজকেশরী যোগের সুফল পাবে কর্কট রাশি। এই সময় এই রাশির জাতকেরা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। নতুন কাজের চেষ্টা করলেও সফল হবেন। ব্যবসায় লাভ হবে। বৃদ্ধি হবে সম্মান এবং প্রতিপত্তি।
3
6
মেষ রাশির জীবনযাত্রার মান উন্নত হবে। বাড়বে আত্মবিশ্বাস এবং সাহস। কর্মক্ষেত্রে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও আর্থিক সমস্যায় থেকে থাকলে সেটা দূর হবে। সুখ আসবে দাম্পত্য জীবনে।
4
6
তুলা রাশির জাতকদের সম্পর্ক আরও দৃঢ় হবে। ভাল হবে দাম্পত্য জীবন। বৃদ্ধি পাবে সুখ, শান্তি। কোনও আইনি কাজ যা বহুদিন আটকে আছে সেটাও এই সময় সফল হবে।
5
6
সিংহ রাশির জাতকেরা যাঁরা বহুদিন ধরে কোনও স্ট্রেসে ভুগছিলেন সেটা দূর হবে। কাজে সাফল্য পাবেন। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। সব থেকে বড় চমক হল, বিদেশ ভ্রমণের সুযোগ মিলতে পারে এই সময়।
6
6
ধনু রাশির জাতকেরা এই সময় সন্তানদের থেকে সুসংবাদ পেতে পারেন। আর্থিক সমস্যায় ভুগে থাকলে সেটা কমবে। দূর হবে অর্থাভাব। প্রেম জীবনে সুখ বৃদ্ধি পাবে।