আজকাল ওয়েবডেস্ক: ফের সিবিআই দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এই নিয়ে টানা চারদিন ধরে সন্দীপ ঘোষকে সিজিওতে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরজি করে মহিলা চিকিৎসককে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় শুরু থেকেই সিবিআইয়ের নজরে সন্দীপ ঘোষ।

 

 তদন্তভার হাতে নেওয়ার পর মাঝ রাস্তা থেকে তাঁকে তুলে নিয়ে গিয়েছিলেন সিবিআইয়ের আধিকারিকরা। এরপর টানা তিনদিন সিবিআইয়ের ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়েন সন্দীপ। শুক্রবার আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষকে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর শনিবার তাঁকে ১৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন সিবিআই অফিসাররা। রবিবার ফের সকালে তলব করা হয় সন্দীপ ঘোষকে। এবারেও তাঁকে ১০ ঘন্টার বেশি সময় ধরে চলে জিজ্ঞাসাবাদ।

 

সোমবার ফের একবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে হয় সিবিআই দপ্তরে। প্রসঙ্গত, ৮ আগস্ট, নাইট শিফটে তরুণী চিকিৎসক ছিলেন। পরদিন সেমিনার হল থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। ধর্ষণ ও খুন করা হয়েছে বলেই অভিযোগ ওঠে। তদন্তে নেমে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করা হয়। ১২ আগস্ট এই ঘটনা যায় কলকাতা হাই কোর্টে। চারটি জনস্বার্থ মামলা করা হয়। এরপরই সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট।