আজকাল ওয়েবডেস্ক: শিশু ও নারীবিকাশ এবং সমাজকল্যাণ দপ্তরের উদ্যোগে কলকাতায় শুরু হয়ে গেল 'রোজগার মেলা ২০২৪'। এর পাশাপাশি ৩ ডিসেম্বর উদযাপন করা হবে 'আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস'। চৌরঙ্গির রোটারি সদনে দুই দিন ব্যাপী চলবে এই অনুষ্ঠান। প্রথম দিনে বিভিন্ন বিষয়ে অগ্রণী ভূমিকা রেখেছেন এ রকম ৩৬ জন বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন উচ্চপদাধিকারিক ব্যক্তিবর্গ, আইএএস সংঘমিত্রা ঘোষ-সহ আরও অনেকে। সকলেরই একটাই বার্তা, আজকের দিনে বিশিষ্ট ক্ষমতাসম্পন্নরা কারও চেয়ে কম কিছু নন। সে জন্যই রাজ্য সরকারের তরফ থেকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। এ ভাবেই আরও এগিয়ে যেতে হবে সকলকে।

রাজ্য শিশু সুরক্ষা কমিশনের উপদেষ্টা সুদেষ্ণা রায় বলেন, "প্রতিবন্ধকতা আমাদের সকলের মধ্যেই রয়েছে। তা দৃষ্টিগোচর বা কর্ণগোচর না হওয়া পর্যন্ত আমরা তা নিয়ে আলোচনা করি না। একটা জিনিস দেখে ভাল লাগছে যে এখন প্রতিবন্ধকতা নিয়ে কারও কোনও ছুতমার্গ নেই।'' তিনি আরও বলেন, 'বিশেষ ভাবে সক্ষম বহু মানুষের সাফল্যের গল্প আজ আমাদের সামনে রয়েছে। কোনও কিছুই তাঁদের দমিয়ে রাখতে পারবে না। ''

কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস বলেন, ''৩ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। সেই উপলক্ষে শিশু ও নারীবিকাশ এবং সমাজকল্যাণ দপ্তরের উদ্যোগে দু'দিন ব্যাপী এই অনুষ্ঠান চলবে। এর মধ্যে রোজগার মেলাও রয়েছে। এর পাশাপাশি বিশেষ ভাবে সক্ষম শিশুদের জন্য বিশেষ অনুষ্ঠানেরও ব্যবস্থা রয়েছে। ''