আজকাল ওয়েবডেস্ক: ২০২৩ সালে একটুর জন্য বিশ্বকাপ জেতা হয়নি। ফাইনালে হেরে যেতে হয়েছিল। তবে ২০২৪ সালে মিটেছিল সেই আক্ষেপ। রোহিতের নেতৃত্বে টিম ইন্ডিয়া জিতেছিল টি–টোয়েন্টি বিশ্বকাপ।
একেবারে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল টিম ইন্ডিয়া। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হন রোহিতরা। সেই জয়ের পর রোহিত–কোহলি পরস্পরকে জড়িয়ে ধরেছিলেন। দু’জনেই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। সেই মুহূর্তের অনুভূতির কথা জানিয়েছেন রোহিত।
আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে পরস্পরকে জড়িয়ে ধরা (বিয়ার–হাগ) কিংবা সেই আলিঙ্গন নিয়ে রোহিত বলেছেন, ‘আমাদের (তিনি ও বিরাট) উপর প্রত্যাশার প্রচুর চাপ ছিল, যাতে দলকে জেতাতে পারি। বাকিরা বিশ্বকাপ জেতার ব্যাপারে উৎসুক ছিল না বা খিদে ছিল না, তা বলছি না। কিন্তু সিনিয়র শব্দটা ব্যবহার করতে খুব একটা ইচ্ছে না করলেও বলছি, ওই দলে আমরা দু’জনই সবচেয়ে সিনিয়র ছিলাম।’ এরপরই রোহিত যোগ করেন, ‘দু’জনে একসঙ্গে প্রচুর খেলেছি। শুধু আইপিএল এক দলে খেলিনি। ও যখন ভারতীয় দলে এল তখন আমার মাত্র এক বছর হয়েছে। ওই বিশ্বকাপের আগে আমরা দু’জনেই প্রচুর হতাশার সাক্ষী থেকেছি, বিশেষ করে বিশ্বকাপে। দু’জনেই জানতাম এটাই শেষ টি–টোয়েন্টি বিশ্বকাপ।’
এটা ঘটনা, রোহিত এটাই বোঝাতে চেয়েছেন যে বিশ্বজয়ের স্বপ্ন সফল হওয়ার পর নিজেদের আবেগ সংযত করতে পারেননি তাঁরা। বার বার ব্যর্থতার পরও নিজেদের শেষ টি–টোয়েন্টি বিশ্বকাপে ট্রফি জিততে তাঁরা মরিয়া ছিলেন দু’জনেই। আর সে কথাই এবার জানালেন হিটম্যান।
আবার চলে এসেছে একটি টি–টোয়েন্টি বিশ্বকাপ। যা শুরু হবে আগামী বছরের ৭ ফেব্রুয়ারি। ফাইনাল ৮ মার্চ। ভারত ও শ্রীলঙ্কায় যুগ্মভাবে হবে বিশ্বকাপ।
এবার বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। এ গ্রুপে ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান, আমেরিকা, নেদারল্যান্ডস ও নামিবিয়া। ৭ ফেব্রুয়ারি ওয়াংখেড়েতে ভারতের প্রথম ম্যাচ আমেরিকার বিরুদ্ধে। ১২ ফেব্রুয়ারি প্রতিপক্ষ নামিবিয়া। ১৫ ফেব্রুয়ারি ভারত–পাক মহারণ। ১৮ ফেব্রুয়ারি খেলা নেদারল্যান্ডসের বিরুদ্ধে। এরপর শুরু হবে সুপার সিক্সের খেলা।
