ডিসেম্বর মাসেই সূর্য এবং শুক্র গ্রহ একত্রিত হয়ে শুক্রাদিত্য যোগ তৈরি করছে। বছর ফুরানোর আগেই এই যোগের কারণেই লাভবান হবে ৩ রাশি। টাকার পাহাড়ে উঠবেন, কর্মক্ষেত্র থেকে ব্যক্তিগত জীবনে আসবে উন্নতি।
2
5
আগামী ২০ ডিসেম্বর ধনু রাশিতে সূর্য এবং শুক্র প্রবেশ করবে। এতেই তৈরি হবে শুক্রাদিত্য যোগ। এর প্রভাব সমস্ত রাশির উপর পড়লেও, সুফল পাবেন কেবল ৩ রাশির জাতকেরা। কারা রয়েছেন এই তালিকায়?
3
5
মিথুন রাশি: এই যোগের কারণে মিথুন রাশির জাতকদের কেরিয়ারে উন্নতি নিশ্চিত। পদোন্নতির সুযোগ রয়েছে। যাঁরা নতুন চাকরি চাকরি খুঁজছেন, এই সময় তার সন্ধান পাবেন। ব্যবসায়ীরা সাফল্যের মুখ দেখবেন।
4
5
সিংহ রাশি: কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন কাজের জন্য। সহকর্মীরা সহযোগিতা করবে। আয় বাড়তে পারে। ব্যবসায়ীদের হঠাৎই এই সময় বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। আপনার গুণের কারণে খ্যাতি পাবেন। বিয়ের কথা চললে পাকা হবে।
5
5
তুলা রাশি: এতদিন ধরে যে কাজের চেষ্টা করছিলেন, কিন্তু কোনও না কোনও কারণে আটকে যাচ্ছিল সেটা এই সময় পূরণ হবে। সম্পত্তি, জায়গা জমির থেকে লাভবান হতে পারেন। জায়গা-জমি বা বাড়ি কেনার থাকলে, সেটাও এই সময় হবে। বিয়ের যোগ রয়েছে, ফলে যাঁদের কথা চলছে সেটা পাকা হবে।