স্বপ্নে সাপ দেখা কি অশুভ? নাকি সৌভাগ্যের ইঙ্গিত? আসল অর্থ জানলে আঁতকে উঠবেন
নিজস্ব সংবাদদাতা
৫ ডিসেম্বর ২০২৫ ১৪ : ৩২
শেয়ার করুন
1
8
ঘুমের মধ্যে আমরা মাঝেমধ্যেই স্বপ্ন দেখে থাকি৷ কখনও তা সেই স্বপ্ন আনন্দ দেয়, কখনও আবার দুঃখ। কখনও ছবির মতো স্পষ্ট মনে থাকে স্বপ্নের কথা৷ আবার ঘুম থেকে ওঠার পরে ভুলেও যাই সেই স্বপ্নের কথা৷ আর এই সব স্বপ্নের অর্থ কী তা নিয়ে কৌতূহল থাকে কম-বেশি সকলেরই। স্বপ্নে অনেকেই সাপ দেখে থাকেন৷ স্বপ্নশাস্ত্র অনুযায়ী, স্বপ্নে সাপ দেখতে পাওয়া কীসের ইঙ্গিত জানেন? এটা শুভ নাকি অশুভ?
2
8
হিন্দু ধর্মে প্রাচীনকাল থেকেই সাপকে পূজো করার রীতি রয়েছে। স্বপ্নে সাপ দেখলে ভয় পেয়ে যান অনেকেই। তবে স্বপ্নশাস্ত্র অনুযায়ী, স্বপ্নে সাপ দেখা একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। বিশেষজ্ঞদের মতে, স্বপ্নে সাপ দেখা শুভ না অশুভ-তা আসলে সাপটি কেমন আচরণ করছে তার উপর নির্ভর করে।
3
8
প্রকৃতপক্ষে স্বপ্নশাস্ত্র অনুসারে, প্রতিটি স্বপ্নের পিছনে একটা বিজ্ঞান থাকে৷ আপনি আপনার স্বপ্নে যা দেখেন, তার সবকিছুরই অর্থ রয়েছে।
4
8
আপনি যদি কখনও সাপের স্বপ্ন দেখেন, তবে তা আপনার দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনার কারণে হতে পারে। কোনও ঘটনা অবচেতন মনে রয়ে গেলে আপনি সাপ দেখতে পারেন৷
5
8
সাদা রঙের সাপ দেখা সৌভাগ্য-সমৃদ্ধির লক্ষণ হতে পারে। অনেকে মনে করেন এই স্বপ্ন দেখার কারণ হল সন্তান লাভের ইঙ্গিত।
6
8
আপনি যদি স্বপ্নে ক্রমাগত সাপ দেখতে থাকেন অর্থাৎ, কয়েক মাসের মধ্যে একাধিকবার আপনার স্বপ্নে সাপ আসে তবে এটি অশুভ বলে বিবেচিত হয়। এই ধরনের স্বপ্ন দেখা মানে কুণ্ডলীতে পিতৃদোষ রয়েছে বলে মনে করা হয়।
7
8
স্বপ্নে একসঙ্গে অনেকগুলো সাপ দেখা অশুভ ঘটনার পূর্বাভাস হতে পারে। শাস্ত্র অনুযায়ী, আপনার জীবনে কোনও বড় বিপদ বা ঝামেলা আসতে চলেছে, এটি তারই ইঙ্গিত বহন করে। স্বপ্নে যদি সাপ তাড়া করে তাহলে সেটি শীঘ্রই আপনার জীবনে কোনও বড় সমস্যা আসার ইঙ্গিত হতে পারে।
8
8
সাপ হল কেতুর প্রতীক। সাধারণত এটি আপনার জীবনে নেতিবাচকতার ইঙ্গিত দেয়। কেতু জীবনে একাকীত্ব, বিচ্ছেদের অর্থ বয়ে আনে। তাই আপনি যদি আপনার স্বপ্নে বারবার সাপ দেখতে পান, তাহলে জানবেন কেতু এমন কিছু সমস্যা নিয়ে আসছে যা আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে না। যদিও তার জন্য ভয় পাবেন না। নিজের মনকে শক্ত রেখে কঠিন পরিস্থিতির মোকাবিলা করুন।