দক্ষিণ-পূর্ব আরব সাগর থেকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগর পর্যন্ত কোমোরিন এলাকার উপর দিয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিলোমিটার উচ্চতায় একটি নিম্নচাপ অঞ্চল বিস্তৃত রয়েছে। ফলে, আবহাওয়ার ক্ষেত্রে আপাতত কোনও বড় পরিবর্তন নেই।
2
6
উত্তরবঙ্গের দার্জিলিং জেলায় এক-দু’টি স্থানে অল্পস্বল্প কুয়াশা দেখা গিয়েছে। এর বাইরে গোটা অঞ্চলে আবহাওয়া শুষ্ক ছিল। শুক্রবারের ন্যূনতম তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হয়নি।
3
6
দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম থেকে উল্লেখযোগ্যভাবে কম ছিল। উত্তরবঙ্গের এক-দু’টি স্থানে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম থেকে উল্লেখযোগ্যভাবে কম ছিল। অন্যান্য জায়গায় তাপমাত্রা ছিল স্বাভাবিক।
4
6
এদিন দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৫ ডিগ্রি সেলসিয়াস। যা পার্বত্য অঞ্চলগুলির মধ্যে সর্বনিম্ন। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শ্রীনিকেতনে ন্যূনতম তাপমাত্রা ছিল ১০.৫ ডিগ্রি সেলসিয়াস।
5
6
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দু’দিনে রাজ্যজুড়ে রাতের তাপমাত্রা আরও বেশ কিছুটা কমতে পারে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।
6
6
নভেম্বরের শেষ থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়তে শুরু করেছে শীতের দাপট। এমনকী, চলতি সপ্তাহে একাধিক জেলায় সর্বনিম্ন তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।