আজকাল ওয়েবডেস্ক: ভিড়ে টেক্কা দিল দমদম। চতুর্থীতে সবচেয়ে বেশি ভিড় হল দমদম স্টেশনে। কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, নর্থ–সাউথ মেট্রো পথের এই স্টেশনে যাত্রী সংখ্যা ছিল ৭৬,৫৮৭। দৌড়ে এরপরেই রয়েছে এসপ্ল্যানেড। যেখানে যাত্রী সংখ্যা ছিল ৫৩,০২০ এবং কালীঘাট মেট্রো স্টেশনে ওইদিন যাত্রী সংখ্যা ছিল ৫২,১২০। পুজো যত এগিয়ে এসেছে ততই মেট্রোপথে বেড়েছে ভিড়। নিত্য যাত্রীদের সঙ্গে শপিং বা পর্যটনের প্রয়োজনে দ্রুত পৌঁছতে মেট্রোকেই বেছে নিয়েছেন যাত্রীরা। সেকারণে গত একমাস ধরে মেট্রোতে যাত্রীসংখ্যা দিনদিন বেড়েছে। ইতিমধ্যেই যেহেতু শহরের আকর্ষণীয় পুজোগুলি প্রস্তুত তাই সেখানে পৌঁছতে মেট্রোপথেই ঢল নেমেছে। সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে এসেছে মেট্রোও। পুজোয় দর্শনার্থীদের কথা ভেবে নর্থ–সাউথ মেট্রোয় সপ্তমী, অষ্টমী ও নবমীতে সারারাত ট্রেন চলাচলের ব্যবস্থা করেছে। এর পাশাপাশি ইস্ট–ওয়েস্ট মেট্রোপথেও ওই তিনদিন মাঝরাত পর্যন্ত ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন কৌশিক মিত্র।
