কৌশিক রায়: সোমবার সকালে শিয়ালদা স্টেশন থেকে হঠাৎই ব্যাহত সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা। কাজের প্রথম দিনে সকাল ৯.২৫ নাগাদ শিয়ালদা এবং ফুলবাগান স্টেশনের মাঝে সিগন্যাল সমস্যা দেখা দেয়। সঙ্গে সঙ্গে বন্ধ করা হয় পরিষেবা। সেক্টর ফাইভ শাখায় সবথেকে ভিড় হয় শিয়ালদা স্টেশন থেকেই।

হঠাৎ মেট্রো বন্ধ হওয়ার কারণে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয় যাত্রীদের। শিয়ালদা স্টেশনের বদলে ফুলবাগান থেকে যাতায়াত করছিল মেট্রো। কিন্তু সকাল ১০.৩০ নাগাদ জানানো হয় মেট্রো চলাচল করবে সল্টলেক স্টেডিয়াম থেকে সেক্টর ফাইভ পর্যন্ত। বন্ধ রাখা হয়েছে শিয়ালদা মেট্রো স্টেশন। কিন্তু কখন ফের পরিষেবা চালু হবে তা বলা যাচ্ছে না।