আজকাল ওয়েবডেস্ক: প্রতি বছর শহরের বেশ কিছু পুজো মণ্ডপে গিয়ে পুজোর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবছর ছবিটা কিছুটা আলাদা। পায়ে চোটের কারণে এবার তিনি ভার্চুয়ালি পুজো উদ্বোধন করছেন। রবিবারও বেশ কিছু পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উদ্বোধন করেন বেহালা নতুন দল, বড়িশা ক্লাব, অজেয় সংহতি, ৪১ পল্লী, বোসপুকুর তালবাগান সর্বজনীন, বালিগঞ্জ ২১ পল্লী, আদি বালিগঞ্জ সর্বজনীন দুর্গোৎসব কমিটি, হিন্দুস্তান ক্লাব সর্বজনীন দুর্গোৎসব কমিটি,ভবানীপুর ৭০ পল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ২১ পল্লি, আদি বালিগঞ্জ, গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব, কালীঘাট মিলন সংঘ, আলিপুর সর্বজনীন সহ একগুচ্ছ পুজোর। পুজোর মণ্ডপ, প্রতিমার সাজসজ্জা নিয়ে কথা বলেন। প্রশংসা করেন শিল্পীদের। উদ্বোধনের সময় উপস্থিত অনেকের সঙ্গেই কথোপকথন করেন ভার্চুয়ালি। ক্লাব কর্তৃপক্ষককে বেশ কিছু বিষয়ে প্রশ্ন করেন। মণ্ডপের থিম নিয়ে আলোচনা করেন। ক্লাব গুলির উদ্যোক্তাদের বিশেষ ড্রেস কোড নিয়ে কথা বলেন। যাতে ছেলে মেয়েদের পুজোয় বিশেষ ড্রেস কোড থাকে, ক্লাব গুলিকে সেসব বিষয়ে নজর দেওয়ার কথা বলেন। সকলকে পুজোর শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পুজোর ট্রাফিক ম্যানেজমেন্ট নিয়ে কথা বলেন, পুজো কমিটিগুলিকে বলেন ট্রাফিক ম্যানেজম্যান্টের সঙ্গে সহযোগিতা করতে, যাতে শহরের রাস্তায় পুজোর দিন গুলিতে যানজট তৈরি না হয়। ইতিমধ্যে বেশ কয়েকটি পুজোর উদ্বোধন হয়ে গিয়েছে। সেগুলিতে জনসমাগম ঘটছে পাল্লা দিয়ে। মহালয়া থেকেই পুজো মণ্ডপগুলিতে ভিড় হচ্ছে চোখে পড়ার মতো।
