আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে বাগবাজার সার্বজনীনের মাঠে চলছে ৩৭তম ট্রেড ফেয়ার বা বাণিজ্য মেলা। মঙ্গলবার সেই মেলার বিশেষ মঞ্চে অনুষ্ঠিত হল একটি এডুকেশন কনক্লেভ। এদিন বিকেল চারটে থেকে এই কনক্লেভ আয়োজিত হয় মেলার মাঠে। বিষয় ছিল আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স অ্যান্ড অ্যাপ্লায়েড মেশিন লার্নিং। মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি, কলকাতার কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপকরা এই আলোচনায় অংশ নেন।
প্রাত্যহিক জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ব্যবহার এখন বহুল। আর সেই বহুল ব্যবহারের জন্যই এই নিয়ে সাধারণ মানুষ নানা সময় বিড়ম্বনায়ও পড়েন। কিন্তু কীভাবে এই প্রযুক্তি কাজ করে, কীভাবে বাণিজ্যিক ক্ষেত্রে ও ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে এই প্রযুক্তি প্রভাবিত করছে সাধারণ মানুষকে, তা তলিয়ে অনেকেই ভাবেন না হয়তো। এই আলোচনায় এমনই নানা বিষয় সরল ভাষায় ও সাধারণ যুক্তি-বুদ্ধি দিয়ে বোঝার মতো করে তুলে ধরলেন বিশেষজ্ঞরা।
এ দিনের অনুষ্ঠানের শুরুতে বিএনসিসিআই-এর সভাপতি অশোক বণিক কনক্লেভের বিষয়ে বক্তব্য রাখেন। পাশাপাশি তিনি তুলে ধরেন, কী ভাবে এই মেলা বছরের পর বছর ধরে সাধারণ মানুষের কাছে শিল্প-বাণিজ্য ক্ষেত্রের বিভিন্ন দিককে পৌঁছে দিচ্ছে।
এ দিনের অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন ডক্টর শুভ্রপ্রতীক নাথ। তিনি প্রথমে ধরিয়ে দিতে চান এদিনের আলোচনার গতিপথ। তিনি বলেন, কীভাবে তথ্য অর্থাৎ কম্পিউটারের ভাষায় ডেটা মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। স্বাস্থ্য ক্ষেত্র থেকে শিল্প-বাণিজ্যের ক্ষেত্রেও ক্রমে এই ডেটার উপর নির্ভর করে বর্তমানে প্রযুক্তি বেশিরভাগ কাজ কীভাবে করে চলেছে, সে কথা বলেন। এ ছাড়াও তিনি বলেন, সাইবার সিকিউরিটি নিয়েও।
এর পরবর্তীতে একে একে বক্তব্য রাখেন অধ্যাপক ডক্টর সফিকুরেসি মণ্ডল। বক্তব্য রাখেন ডক্টর সুরানা বিশ্বাস ও ডক্টর অনিরুদ্ধ দে। তাঁরা যথাক্রমে এলএলএম অর্থাৎ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, এআই নির্ভর কম্পিউটেশনাল জেনোমিক্স ও মানসিক স্বাস্থ্যের জন্য এআই বিষয়ে বক্তব্য রাখেন। সামগ্রিক আলোচনা চলে একঘণ্টারও বেশি সময় ধরে। বিএনসিসিআই-এর মেলায় উপস্থিত সাধারণ মানুষ, ছাত্রছাত্রীরা এই আলোচনায় অংশ নেন।
এবারের ট্রেড ফেয়ার চলবে আগামী পয়লা জানুয়ারি, ২০২৬ পর্যন্ত। প্রতিদিন দুপুর থেকে রাত পর্যন্ত এখানে বিভিন্ন ক্ষেত্রের বিপণীতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। হাতে তৈরি জিনিস থেকে খাবার, শীতবস্ত্র বা বাংলার চিরায়ত বস্ত্রের সম্ভার এই মেলায় উঠে এসেছে। পাশাপাশি নিয়মিত চলছে আলোচনাও। সব মিলিয়ে শীতের কলকাতায় জমে উঠেছে এবারের ট্রেড ফেয়ার।
