গোপাল সাহা: যেসব ভোটাররা নতুন নাম তোলা, মৃত ব্যক্তির নাম বাতিল এবং অন্যান্য অভিযোগ নিয়ে ৬,৭ এবং ৮ নম্বর ফর্ম পূরণ করেছিলেন তাদের শুনানির বিষয়টি স্পষ্ট করল নির্বাচন কমিশন। এই কাজটি করবেন বিএলও। তিনি এই কাজটি নিজের বুথ এবং কেন্দ্রগুলিতে গিয়ে করবেন। নাম নথিভুক্ত করে শুনানির জন্য যে তালিকা প্রকাশ হবে তা ৯, ১০ এবং ১১ নম্বর তালিকার হিসাবে নথিভুক্ত করে প্রকাশ করবেন সেই সমস্ত কেন্দ্রের বিএলও। 


এদিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সহ একাধিক নেতাকর্মীরা গিয়েছিলেন। তাদের অভিযোগ ছিল বেশ কিছু ব্যক্তি যাদের নাম জীবিত অবস্থায় মৃতের তালিকায় তুলে দেওয়া হয়েছে। একইসঙ্গে চন্ডীতলার কাউন্সিলর সূর্য দে-কে জীবিত অবস্থায় মৃত দেখিয়ে দেওয়া হয়েছে। এবিষয়ে নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করা হলে তারা জানিয়েছেন তদন্ত চলছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছিলেন ভিন রাজ্য থেকে মাইক্রো অবজারভার নিয়োগ করা হচ্ছে। এবিষয়ে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে রাজ্যে যারা উচ্চপদস্থ আধিকারিক তাদের মাইক্রো অবজারভার পদে নিয়োগ করা হচ্ছে। সরকারি কর্মী হিসেবেই তাদেরকে নিয়োগ করা হচ্ছে মাইক্রো অভজারভার হিসাবে। নির্বাচন কমিশনের দেখা কাজ নয় আধিকারিকরা কোন রাজ্যের। 


আগামী ৫ জানুয়ারি দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে যেখানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও মনোজ আগরওয়াল। সেখানে থাকবেন জাতীয় নির্বাচন কমিশনার নিজে। তার সঙ্গে থাকছেন জাতীয় নির্বাচন কমিশনের আরও একাধিক আধিকারিকরা। মূলত পশ্চিমবঙ্গের নির্বাচন ও সুরক্ষা সংক্রান্ত বিষয় নিয়েই এই বৈঠক হবে বলেই নির্বাচন কমিশন সূত্রে খবর। 

">


মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে উপস্থিত হয়েছিলেন বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিক। তিনি নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে অভিযোগ জানান যে, এখনও পর্যন্ত যা নাম বাদ গেছে তা একেবারেই যথেষ্ট নয়। যে পরিমাণ নাম বাদ গেছে তা অনেক কম। আরও অনেক ভুয়ো ভোটার রয়েছে যাদের নাম বাদ যায়নি। সেই নিয়ে তিনি কমিশনের কাছে অভিযোগ জানান।