আজকাল ওয়েবডেস্ক : ৪ রাজ্যের ভোটের ফলাফল সামনে আসার পরই কংগ্রেসকে একহাত নিল তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, এই জয় বিজেপির সফলতা নয়। কংগ্রেসের ব্যর্থতা। দেশে বিজেপিকে হারানোর লড়াইতে নেতৃত্ব দেওয়ার দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। যেভাবে চার রাজ্যের রায়ে কংগ্রেস হেরেছে তাতে ভারত জোড়ো যাত্রা বা ভালোবাসার দোকান কিছু দিয়েই কোনও কাজ হয়নি। এইসবের পাল্টা হিসাবে মোদি ম্যাজিকেই আস্থা রেখেছে মানুষ। তেলেঙ্গানা ছাড়া অন্য তিন রাজ্যে একেবারে ধরাশায়ী হয়েছে কংগ্রেস। লোকসভা নির্বাচনের আগে বিজেপির জয়জয়কার। ২০১৪ সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি। তারপর থেকে বিজেপির অশ্বমেধের ঘোড়া ছুটছেই। মাঝখানে ধাক্কা খেলেও লোকসভা ভোটের এই সেমিফাইনালে ফের একবার বিজেপির এই ফল গোটা দেশে বিজেপিকে নতুন অক্সিজেন দেবে।