আজকাল ওয়েবডেস্ক: আরজি হাসপাতালে তরুণী চিকিৎসকের হত্যার ঘটনায় ইতিমধ্যেই একাধিক বার প্রশ্নের মুখে পড়তে হয়েছে কলকাতা পুলিশকে। তবে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা সংক্রান্ত কোনও গুজব ছড়ানো নিয়েও তৎপর হয়েছে পুলিশ। বারবার সতর্ক করা হয়েছে যুক্তিযুক্ত প্রমাণ ছাড়া সোশ্যাল মিডিয়ায় কোনও রকম গুজব না ছড়াতে। তাতে করে সাধারণ মানুষের কাছে ভুল তথ্য পৌঁছচ্ছে।
মঙ্গলবার সেরকমই আরও এক পোস্ট দেখা গেল কলকাতা পুলিশের তরফে। বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এক তথ্য দেখা যাচ্ছে যে আরজি কর কাণ্ডে প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়ের বাইকটি নথিভুক্ত কলকাতা পুলিশ কমিশনারের নামে। এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে কলকাতা পুলিশের তরফে লেখা হয়, ‘আরজি কর হাসপাতাল হত্যা ও যৌন নির্যাতন মামলায় প্রধান অভিযুক্ত সঞ্জয় রায় যে মোটরবাইক ব্যবহার করত, সেটি বাজেয়াপ্ত করে কলকাতা পুলিশ।
পরে সেটি সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয়। বাইকটি নথিভুক্ত ছিল কলকাতা পুলিশ কমিশনারের নামে, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন কিছু ব্যক্তি। এ ব্যাপারে আমরা স্পষ্ট করে দিতে চাই যে কলকাতা পুলিশের বিভিন্ন বিভাগ দ্বারা ব্যবহৃত সমস্ত সরকারি যান কমিশনারের নামেই সরকারিভাবে নথিভুক্ত করা হয়। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি’।
