আজকাল ওয়েবডেস্ক: স্টেট এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ সেট পরীক্ষার্থীদের জন্য সুখবর। রবিবার বিভিন্ন কেন্দ্রে পৌঁছতে সুবিধার জন্য বিশেষ পরিষেবা দিতে চলেছে কলকাতা মেট্রো। কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে রবিবার ব্লু লাইন (দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম) এবং গ্রিন লাইন (সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান)-এ অতিরিক্ত ট্রেন চালানো হবে। সাধারণত রবিবারে সকাল ৯টা থেকে চালু হয় মেট্রো পরিষেবা। তবে কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, পরীক্ষার জন্য রবিবার সকাল ৭টা থেকে ব্লু লাইন এবং গ্রিন লাইনে পরিষেবা শুরু হবে।

শুক্রবার একটি বিজ্ঞপ্তি দিয়ে মেট্রোর কর্তৃপক্ষ জানিয়েছে, ২৭তম ‘স্টেট এলিজিবিলিটি টেস্ট’ পরীক্ষার জন্য ১৪ ডিসেম্বর, রবিবার বিশেষ মেট্রো পরিষেবা পরিচালনা করা হবে। ওই দিন ব্লু লাইন এবং গ্রিন লাইনে সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত মেট্রো পরিষেবা পরিচালিত হবে। উভয় করিডোরে সকালের ওই নির্দিষ্ট সময়ে ২০ মিনিটের ব্যবধানে পরিষেবা পাওয়া যাবে। সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত ১৫ মিনিটের ব্যবধানে পরিষেবা পাওয়া যাবে।

মেট্রো তরফে জানানো হয়েছে, ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে প্রথম পরিষেবা সকাল ৭টায় এবং শহিদ ক্ষুদিরাম থেকে প্রথম পরিষেবা সকাল সাড়ে ৭টায় পাওয়া যাবে। গ্রিন লাইনে, হাওড়া ময়দান এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে প্রথম পরিষেবা সকাল ৭টায় শুরু হবে। রবিবার সকাল ৯টা থেকে উভয় করিডোরে স্বাভাবিক পরিষেবা পরিচালিত হবে।

রবিবার ব্লু লাইনে ১৩০টি পরিষেবার পরিবর্তে ৭২টি আপ এবং ৭২টি ডাউন, মোট ১৪৪টি ট্রেন পরিষেবা দেবে। গ্রিন লাইনে ১০৪টি পরিষেবার পরিবর্তে ৫৯টি আপ এবং ৫৯টি, মোট ১১৮টি ট্রেনের পরিষেবা দেওয়া হবে।

ওই দিন ইয়েলো লাইনে স্বাভাবিক পরিষেবা পাওয়া যাবে। এছাড়া, পার্পল লাইন, অরেঞ্জ লাইনে কোনও পরিষেবা উপলব্ধ থাকবে না বলে জানিয়েছে মেট্রো।

গত রবিবার অর্থাৎ ৭ ডিসেম্বর ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষার জন্য মেট্রোর সময়ে পরিবর্তন করা হয়েছিল। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ।