আজকাল ওয়েবডেস্ক: সোমবার সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা খাস কলকাতায়। বাড়ির মধ্যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। অগ্নিদগ্ধ হলেন এক ২২ বছরের যুবক। তাঁর নাম, রান্না নস্কর। ইতিমধ্যেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় একাধিক বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
অগ্নিকাণ্ডটি ঘটেছে প্রিন্স আনোয়ার শাহ রোডের এক বস্তিতে। একটি ঘরের মধ্যে আচমকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে ঘরটিতে আগুন ছড়িয়ে পড়ে। ক্রমেই তা ছড়িয়ে পড়ে এক বাড়ি থেকে আরেকটি বাড়িতে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা। দাউদাউ আগুন জ্বলতে দেখেই দমকলে খবর পাঠান স্থানীয়রা। কিছুক্ষণ পরেই দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়।
ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এখনও ঘটনাস্থলে দমকলকর্মীরা রয়েছেন। ধ্বংসস্তূপ সরিয়ে খোঁজ চালাচ্ছেন। এই ঘটনায় অগ্নিদগ্ধ হন এক যুবক। তিনি বর্তমানে এমআর বাঙুর হাসপাতালে ভর্তি আছেন। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্ততপক্ষে সাত থেকে আটটি বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল।
প্রসঙ্গত, উৎসবের মরশুমে শহরের একাধিক জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দিন কয়েক আগেই টেরিটি বাজার, শিয়ালদহ ইএসআই হাসপাতালে আগুন লেগেছিল। দীপাবলির মুখে পরপর অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে।
