আজকাল ওয়েবডেস্ক: শিয়ালদহ শাখায় দমদম স্টেশনে নন–ইন্টারলকিং কাজের জন্য শুক্রবার ১ মার্চ থেকে সোমবার ৪ মার্চ অবধি একাধিক ট্রেন বাতিল থাকবে। লোকাল ছাড়াও এক্সপ্রেস ট্রেনও রয়েছে বাতিলের তালিকায়। তবে শনি ও রবিবার বেশিরভাগ ট্রেন বাতিল থাকবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে রেল। ফলে যাত্রী ভোগান্তির আশঙ্কা রয়েছে।
বলা হয়েছে, শিয়ালদহ থেকে মেন ও বনগাঁ লাইনের একাধিক লোকাল ট্রেন আপ ও ডাউনে চলাচল করে তার একটা বড় অংশ শনিবার ২ মার্চ বাতিল করা হয়েছে। এমনকী শনিবার বাতিল করা হয়েছে শিয়ালদহ–আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস, শিয়ালদহ–সিউড়ি মেমু এক্সপ্রেস এবং শিয়ালদহ–জঙ্গিপুর রোড এক্সপ্রেস (আপ এবং ডাউন)। রবিবার ৩ মার্চও শিয়ালদহ মেন ও বনগাঁ শাখায় একাধিক আপ ও ডাউন লোকাল বাতিলের পাশাপাশি শিয়ালদহ–সিউড়ি মেমু এক্সপ্রেসও বাতিল থাকবে। পাশাপাশি শুক্র থেকে সোমবার পর্যন্ত শিয়ালদহ শাখায় বিভিন্ন ট্রেনের সময় এবং গতিপথও পরিবর্তন করা হয়েছে। বলা হয়েছে, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বনগাঁ–বারাসত লোকাল শিয়ালদহ পর্যন্ত চলবে। বনগাঁ–শিয়ালদহ লোকাল চলবে বারাসত পর্যন্ত। কল্যাণী সীমান্ত লোকাল কল্যাণী স্টেশন পর্যন্ত চলবে। শনিবার এবং রবিবার চক্ররেল পরিষেবা থাকবে বন্ধ।
বলা হয়েছে, শিয়ালদহ থেকে মেন ও বনগাঁ লাইনের একাধিক লোকাল ট্রেন আপ ও ডাউনে চলাচল করে তার একটা বড় অংশ শনিবার ২ মার্চ বাতিল করা হয়েছে। এমনকী শনিবার বাতিল করা হয়েছে শিয়ালদহ–আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস, শিয়ালদহ–সিউড়ি মেমু এক্সপ্রেস এবং শিয়ালদহ–জঙ্গিপুর রোড এক্সপ্রেস (আপ এবং ডাউন)। রবিবার ৩ মার্চও শিয়ালদহ মেন ও বনগাঁ শাখায় একাধিক আপ ও ডাউন লোকাল বাতিলের পাশাপাশি শিয়ালদহ–সিউড়ি মেমু এক্সপ্রেসও বাতিল থাকবে। পাশাপাশি শুক্র থেকে সোমবার পর্যন্ত শিয়ালদহ শাখায় বিভিন্ন ট্রেনের সময় এবং গতিপথও পরিবর্তন করা হয়েছে। বলা হয়েছে, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বনগাঁ–বারাসত লোকাল শিয়ালদহ পর্যন্ত চলবে। বনগাঁ–শিয়ালদহ লোকাল চলবে বারাসত পর্যন্ত। কল্যাণী সীমান্ত লোকাল কল্যাণী স্টেশন পর্যন্ত চলবে। শনিবার এবং রবিবার চক্ররেল পরিষেবা থাকবে বন্ধ।
