আজকাল ওয়েবডেস্ক: অষ্টমীতে কুণাল ঘোষের পাড়ার পুজোয় হাজির রাজ্যপাল সিভি আনন্দ বোস। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের পাড়ার দুর্গাপুজো রামমোহন সম্মিলনীতে রবিবার সকালে একেবারে বাঙালি সাজে যান রাজ্যপাল। দেন অঞ্জলিও। এদিন রাজ্যপালকে সুকিয়া স্ট্রিটের পুজোয় স্বাগত জানান কুণাল। মণ্ডপে ঢুকে বেশ কিছুক্ষণ পুজো দেখেন রাজ্যপাল। কুণালের সঙ্গে রাজ্যপাল আলাপচারিতাও সারেন। এরপর কুণালকে পাশে রেখে অষ্টমীর অঞ্জলি দেন রাজ্যপাল। কিছু কথাও বলেন সেখানে। রাজ্যপালকে উত্তরীয় পরিয়ে বরণ করা হয়। রাজ্যসঙ্গীতও গাওয়া হয়। প্রসঙ্গত, রাজ্য–রাজ্যপাল সম্পর্ক দীর্ঘদিন ধরেই চর্চায়। দুই পক্ষই একে অপরকে একাধিকবার আক্রমণ করেছে। অবশ্য কিছুদিন আগে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেছিলেন কুণাল। এবার অষ্টমীতে কুণালের পুজোয় হাজির হলেন রাজ্যপাল। ফাইল ছবি
