প্রীতি সাহা : বুধবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে ভাইফোঁটা। সমাজের বিভিন্ন স্তরের মানুষ মেতে উঠেছেন এই অনুষ্ঠানে। বাদ গেলেন না যৌনকর্মীরাও। সোনাগাছিতে ভাইফোঁটার আয়োজন করা হয়েছিল। দুর্বার অ্যাসোসিয়েশনের সদস্যরা ফোঁটা দিলেন সকলকে। উপস্থিত হয়েছিলেন বিধায়ক দেবাশিস কুমারও। যৌনকর্মীদের হাত থেকে ফোঁটা নিলেন তিনিও। উলু দিয়ে, শঙ্খ বাজিয়ে বিধায়ককে ভাইফোঁটা দিলেন যৌনকর্মীরা। ১৩ বছর ধরে দুর্বারের সঙ্গে যুক্ত রয়েছেন দেবাশিস কুমার। মহিলাদের যেকোনও সমস্যায় পাশে পেয়েছেন বিধায়ক দাদাকে, এমনই জানিয়েছেন দুর্বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশাখা লস্কর। অন্যদিকে দেবাশিস কুমার বলেন, যেকোনও সংগ্রামে আমি এই বোনেদের পাশের আছি। আজকের দিনে সবাই মিলেমিশে যাক। কোনও ভেদাভেদ যেন না থাকে সমাজে।