আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক আন্তঃ স্কুল বিতর্ক প্রতিযোগিতায় আবারও জমজমাট ক্যালকাটা বয়েজ স্কুল প্রাঙ্গণ। চলতি বছরে অনুষ্ঠিত হল অষ্টম ক্লিফোর্ড হিকস আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতা। চারদিনব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়েছিল দেশের ও বিদেশের আইসিএসই, আইএসসি স্কুলের পড়ুয়ারা।
২৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ক্যালকাটা বয়েজ স্কুলেই অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক আন্তঃ স্কুল বিতর্ক প্রতিযোগিতা। বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়েছিল স্থানীয় ৪১টি স্কুল, দেশের বিভিন্ন প্রান্তের ২৫টি স্কুল এবং বিদেশের আটটি স্কুল। নবম ও দশম শ্রেণির পড়ুয়ারা এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা দুটি ভিন্ন দলে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
ক্যাটাগরি ১-এ লা মার্টিনিয়ার গার্লস কলেজ, লখনউ জয়ী হয়েছে। দ্বিতীয় স্থানে দ্য ফিউচার ফাউন্ডেশন স্কুল, কলকাতা। সেন্ট পলস স্কুল, দার্জিলিংয়ের ছাত্র সেরা বক্তার পুরস্কার জিতেছেন। ক্যাটাগরি ২-এ জয়ী হয়েছে বেথানি স্কুল, বেঙ্গালুরু। দ্বিতীয় স্থানে রয়েছে লা মার্টিনিয়ার ফর বয়েজ, কলকাতা এবং দ্য বিশপ কো-এড স্কুল, পুনে।
আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতায় শেষদিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লা মার্টিনিয়ার ফর গার্লস-এর প্রিন্সিপাল রূপকথা সরকার এবং শিক্ষাবিদ ডি.এল ব্লাউন্ড।
