একসময় ওঁদের কদর ছিল ভালই। এখনও বঙ্গদেশের একটি আস্ত গ্রামের নাম এই শিল্পের নামে। তবে বর্তমানে কমেছে জনপ্রিয়তা। কমেছে উপার্জন। প্রায় বিলুপ্তির পথে বাংলার বহুরূপী শিল্প। শিল্পীদের মূলস্রোতে ফেরাতেই উদ্যোগ বহুরূপী মেলা।