আজকাল ওয়েবডেস্ক: লোকসভা নির্বাচনের আগে রাজ্যে রহস্যময় পোস্টার। কোচবিহার থেকে শুরু করে কলকাতা সর্বত্রই দেখা গেল এই পোস্টার। লেখা রয়েছে, বাংলার বিকল্প রাজনীতি। বছরের শেষে কে এই পোস্টার লাগিয়েছে তা নিয়ে সকলেরই অজানা। তবে এই পোস্টারকে স্বাগত জানিয়েছেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। তিনি বলেছেন, বাংলার ভবিতব্য, বিকল্প রাজনীতি। কলকাতার গড়িয়াহাট, রবীন্দ্র সদন, শ্যামবাজারে নজরে পড়ে এই পোস্টার। অন্যদিকে এই পোস্টার নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, এটি একটি ক্ষু্দ্র সাময়িক স্বার্থের ফল। মানুষকে সঙ্গে নিয়ে চলাই আসল বিকল্প রাজনীতি। তবে লোকসভা ভোটের আগে এই পোস্টারকে ঘিরে এবার তৈরি হয়েছে নয়া জল্পনা। তবে কি চব্বিশের লোকসভার লড়াইয়ের আগে রাজনীতির মঞ্চে দেখা দেবে নতুন দল ? উত্তর অজানা।
