আজকাল ওয়েবডেস্ক: চলতি আইপিএলে নিজেদের সর্বোচ্চ স্কোর করে নজর কাড়ল পাঞ্জাব কিংস। লখনউ সুপার জায়ান্টসের ধর্মশালায় ২৩৬ রান তোলে তারা। প্রভসিমরন সিং (৯১), শ্রেয়স আইয়ার (৪৫), এবং শশাঙ্ক সিং (৩৩)-এর ব্যাটিংয়ে রান উঠলেও ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটার জশ ইংলিসও। এবারের আইপিএলে এখনও পর্যন্ত তেমন কিছু করে দেখাতে না পারলেও, লখনউয়ের বিরুদ্ধে তিনে নামানো হয় তাঁকে।

ব্যাটিংয়ে প্রোমোশন পেয়ে মাত্র ১৪ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংস খেলেন ইংলিস। তাঁর ইনিংসে ছিল ৪টি বিশাল ছয়। ওপেনার প্রিয়াংশ আর্য মাত্র ১ রান করে আউট হয়ে গেলে তিনে নামানো হয় ইংলিসকে। ম্যাচ শেষে পাঞ্জাব কোচ রিকি পন্টিং জানালেন, ইংলিসকে নামানোর চাল চেলেছিলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার নিজেই। 

তিনি বলেন, ‘শ্রেয়স মনে করেছিল, ওই পিচ এবং প্রতিপক্ষ বোলিং আক্রমণের বিরুদ্ধে, উইকেট দ্রুত পড়লে ইংলিসকে নামানোই হবে সঠিক সিদ্ধান্ত। আমাদের ধারণা ছিল মায়াঙ্ক শুরুতেই বল করবেন এবং ইংলিস শর্ট বল খেলার জন্য বিখ্যাত। ইংলিসের পুল শটগুলো ছিল অসাধারণ’।

পন্টিং আরও বলেন, ‘শ্রেয়সের এই সিদ্ধান্ত আমাদের মিডল অর্ডারকে সাজাতে সাহায্য করে। আইয়ার, ওয়াধেরা এবং শশাঙ্ককে আমরা পরে ব্যাট করতে পাঠাতে পারি। ইংলিসকে আগে নামানোটা এলএসজি-র কাছে একটা চমক ছিল। এই সিদ্ধান্ত কাজে দিয়েছে’।