আজকাল ওয়েবডেস্ক: চেন্নাই সুপার কিংসের হয়ে এবার তেমন নজর কাড়তে পারেননি রবিচন্দ্রন অশ্বিন। ধোনিদের জন্য আইপিএল শেষ হয়ে গেলেও, সেই আফশোস যায়নি তারকা স্পিনারের। আইপিএলের ইতিহাসে প্রথমবার টেবিলের তলানিতে শেষ করেছে চেন্নাই সুপার কিংস। ৯.৭৫ কোটি দিয়ে মেগা নিলামে অশ্বিনকে কেনা হয়েছিল। মাত্র সাত উইকেট নেন। ৯ ম্যাচে রান ৩৩। একজন ফ্যান অশ্বিনকে চেন্নাই ছাড়ার পরামর্শ দেয়। ইউ টিউবের লাইভ সেশনে একজন ফ্যান বলেন, 'প্রিয় অশ্বিন, ভালবাসার সঙ্গে জানাচ্ছি, দয়া করে আমার সিএসকে পরিবারকে ছাড়ো।' 

এই মন্তব্যে বিন্দুমাত্র রাগেননি অশ্বিন। বরং, সমর্থকের আবেগের স্বীকৃতি দেন। পাশাপাশি পরের বছর আরও শক্তিশালী হয়ে ফেরার প্রতিশ্রুতি দেন। আশ্বিন বলেন, 'আমি এই বার্তার পেছনে লুকিয়ে থাকা ভালবাসা বুঝি। আমিও দলের কথা ভাবি। আমি এটা বৃথা যেতে দেব না। আমি কঠোর পরিশ্রম করেছি এবং জানি কোন জায়গায় উন্নতি প্রয়োজন। পাওয়ার প্লেতে আমি অতিরিক্ত রান দিয়েছি। পরের মরশুমে বোলিংয়ে বিকল্প বাড়াবো। আমি সেরাটা দেওয়ার জন্য তৈরি।' জানান, এর আগে আইপিএলে কোনওদিন এত হতাশ হননি। পাশাপাশি আরও জানান, এবার চেন্নাইয়ের এই জঘন্য পারফরম্যান্স তিনি অত্যন্ত দুঃখিত।