আজকাল ওয়েবডেস্ক: আবার শিরোনামে এমএস ধোনি। তবে এবার বাইশ গজে কোনও কীর্তি স্থাপনের জন্য নয়, ফ্যানকে ধমক দিয়ে। হঠাৎ কেন মেজাজ হারালেন ক্যাপ্টেন কুল? না, একটুও রাগেননি মাহি। বরং, মজার ছলেই ধমক দিলেন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একজন ফ্যান দ্বিতীয়বার অটোগ্রাফ চাওয়ায় হাসতে হাসতেই তাঁকে ধমক দিচ্ছেন ধোনি। মুহূর্তের মধ্যে এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। এর আগেও বেশ কয়েকবার ধোনিকে ভক্তদের সঙ্গে কথা বলতে দেখা যায়।
ভিডিওতে চেন্নাই সুপার কিংসের অস্থায়ী অধিনায়ককে অটোগ্রাফ দিতে দেখা যায়। তারই মধ্যে সমর্থকের উদ্দেশে ধোনি বলেন, 'আমি ওদিকে যাচ্ছি। আমি ঠিক যাব। ওটা তোমার দ্বিতীয় অটোগ্রাফ।' চোটের জন্য ঋতুরাজ গায়কোয়াড় আইপিএল থেকে ছিটকে যাওয়ায় চেন্নাইকে নেতৃত্ব দিচ্ছেন ধোনি। এর আগে ২০০৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত সিএসকের অধিনায়ক ছিলেন তিনিই। পাঁচটি আইপিএল খেতাব জেতেন। ২০২৪ আইপিএলের আগে ঋতুরাজ গায়কোয়াড়ের হাতে নেতৃত্ব তুলে দেন। কিন্তু কনুইয়ে চোট পেয়ে ছিটকে যান তিনি। চলতি আইপিএলে প্রথম ম্যাচ জেতার পর টানা পাঁচ ম্যাচ হারে চেন্নাই। আইপিএলের ইতিহাসে প্রথমবার চিপকে টানা তিন ম্যাচ হারে ধোনিরা। শেষপর্যন্ত লখনউয়ের বিরুদ্ধে জয়ে ফেরে চেন্নাই। ম্যাচের সেরা হন এমএস ধোনি। রবিবার মুম্বইয়ের মুখোমুখি চেন্নাই।
