আজকাল ওয়েবডেস্ক: আঠারোতম আইপিএলে চেন্নাই সুপার কিংসের যাত্রা কার্যত শেষ। তবে খাতায় কলমে এখনও টিকে আছে। যদিও সেক্ষেত্রে অনেক পারমুটেশন-কম্বিনেশন দরকার। পাশাপাশি বাকি সব ম্যাচ জিততে হবে। তাছাড়াও তাকিয়ে থাকতে হবে অন্যান্য দলের রেজাল্টের দিকে। বুধবার ঘরের মাঠে পাঞ্জাব কিংসের মুখোমুখি ধোনিরা। এদিন হারলেই বিদায় নিশ্চিত। পরের বছরও কি আবার চিপকে এমএস ধোনিকে দেখা যাবে? এটা এখন লাখ টাকার প্রশ্ন। চেন্নাই-পাঞ্জাব ম্যাচের টসের পর সরাসরি ধোনিকে এই প্রশ্ন করা হয়। কিন্তু নিজের ভবিষ্যত খোলসা করেননি পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়ক। এখনও আগামী আইপিএলে খেলার সম্ভাবনা খোলা রাখলেন। ধোনি বলেন, 'আমি জানি না। এইটুকু জানি, পরের ম্যাচ খেলব।' 

সংক্ষিপ্ত মন্তব্য করেই হেসে ফেলেন চেন্নাইয়ের অধিনায়ক। তারপর তার সঙ্গে সংযোজন করেন, 'গর্বের বিষয়টা অন্যতম। অধিকাংশ ম্যাচ ঘরের মাঠে খেলা হয়। হোম অ্যাডভান্টেজ খুবই গুরুত্বপূর্ণ। যা আমরা কাজে লাগাতে পারিনি। আমাদের দল একই আছে। আমরা এমন একটা দল যারা খুব বেশি পরিবর্তন করি না। কিন্তু এবছর আমরা বেশ কয়েকটা পরিবর্তন করেছি।' টসে জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠান শ্রেয়স আইয়ার। কিন্তু আবার ঘরের মাঠে ব্যাটিং বিপর্যয়। ওপেনিং জুটি ব্যর্থ। ৪৮ রানে ৩ উইকেট হারায় চেন্নাই। চতুর্থ উইকেটে পার্টনারশিপ গড়ার চেষ্টা করছেন স্যাম করণ এবং ডেওয়াল্ড ব্রাভিস। ১০ ওভারের শেষে ৩ উইকেট হারিয়ে চেন্নাইয়ের রান ৯০।