আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে আইপিএলে চর্চার বিষয় দু'জন। প্রথমজন বৈভব সূর্যবংশী। দ্বিতীয়জন এমএস ধোনি। একজনের শুরু, অন্যজনের শেষ। ফর্মের ধারেকাছে নেই পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়ক। কিন্তু তাসত্ত্বেও চেন্নাই সুপার কিংস তাঁর ঊর্ধ্বে ভাবতে পারে না। ঋতুরাজ গায়কোয়াড় চোট পেয়ে ছিটকে যাওয়ায় তাঁকে আবার চেন্নাইয়ের নেতৃত্ব সামলাতে হচ্ছে। ভবিষ্যতের উইকেটকিপার এবং অধিনায়ক নিয়ে কোনও হেলদোল নেই সিএসকে ম্যানেজমেন্টের। এরকম পরিস্থিতি সত্ত্বেও, অ্যাডাম গিলক্রিস্ট মনে করেন, ধোনির আর আইপিএলে খেলা উচিত নয়। কারণ তাঁর প্রমাণ করার কিছু নেই। একটি সর্বভারতীয় ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে এমই দাবি করেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা। মিষ্টি ভাষায় তাঁকে সরে যাওয়ার পরামর্শ দেন। গিলক্রিস্ট বলেন, 'এমএস ধোনির আর কাউকে কিছু প্রমাণ করার নেই। ও নিশ্চয়ই জানে ভবিষ্যতে ওর কী করা উচিত। তবে আমার মনে হয়, পরের বছর ওর আর থাকা উচিত নয়। আমি তোমাকে ভালবাসি এমএস। তুমি চ্যাম্পিয়ন এবং আইকন।'
চলতি আইপিএল শুরু হওয়ার আগে নিজের ভবিষ্যত নিয়ে মুখ খুলেছিলেন ধোনি। জানিয়েছিলেন, তিনি আরও কয়েক বছর আইপিএল উপভোগ করতে চান। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। ছয় বছর কেটে গিয়েছে। কিন্তু নিজেকে ক্রিকেট থেকে পুরোপুরি সরিয়ে নিতে পারছেন না। তাই আইপিএলের মাধ্যমে বাইশ গজের সঙ্গে জড়িত থাকতে চান। এখনও নিজের ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নেননি। পরের আইপিএলের আগে আরও ১০ মাস হাতে সময় পাবেন। হয়তো তখনই নিজের আইপিএল ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দেশের অন্যতম সেরা অধিনায়ক।
