আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে কি ৩০০ রানের গণ্ডি পেরোবে? ১৮তম সংস্করণের শুরুতে বিষয়টি সহজই মনে হয়েছিল। বিশেষ করে কোটিপতি লিগের শুরুটা যেভাবে করে সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম দুই ম্যাচেই বিশাল রান তোলে। কিন্তু তারপর থেকেই পারফরম্যান্স পড়তির দিকে। কিন্তু রিঙ্কু সিং মনে করছেন, আইপিএলে ৩০০ রান ছাপিয়ে যাওয়া আশ্চর্যের নয়। বর্তমানে বড় রান তাড়া করেও জেতে ফ্র্যাঞ্চাইজিরা। এটাই প্রমাণ করছে, খেলাটা আগের তুলনায় অনেক বদলে গিয়েছে। এই প্রসঙ্গে রিঙ্কু বলেন, 'আমরা করতেই পারি। আইপিএল এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে ৩০০ রান হতেই পারে। গতবছর পাঞ্জাব ২৬২ রান তাড়া করে জিতেছে। এবার প্রত্যেক দল শক্তিশালী। যে কোনও দল ৩০০ করতেই পারে।'
গতবছর তিনবার আড়াইশোর গণ্ডি পার করে সানরাইজার্স হায়দরাবাদ। চলতি আইপিএলের প্রথম ম্যাচে প্রায় ৩০০ রানের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। শেষপর্যন্ত রাজস্থানের বিরুদ্ধে ২৮৬ রানে শেষ করে। এর আগে গতবছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ২৮৭ রান তুলেছিল সানরাইজার্স। যা আইপিএলের রেকর্ড রান। নিজের ভূমিকা নিয়েও কথা বলেন রিঙ্কু। জানান, প্রয়োজনে ধোনির থেকেও পরামর্শ নেন। রিঙ্কু বলেন, 'আমি সাধারণত পাঁচ বা ছয়ে ব্যাট করি। আমি উত্তরপ্রদেশ এবং আইপিএলের হয়ে এই পজিশনে খেলেছি। তাই আমি অভ্যস্ত। আমি ফিটনেসে ফোকাস করি। মাহি ভাইয়ের সঙ্গেও প্রায়ই কথা বলি। ও আমাকে মাথা ঠান্ডা রেখে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলতে বলে।' জানান আন্দ্রে রাসেলের থেকেও অনেক কিছু শিখেছেন তিনি।
