আজকাল ওয়েবডেস্ক: গল্পটা এমন যে বাংলা সিনেমার থেকে কম না! ২৯ বছরের ইউটিউবার নিক ইয়ার্ডি, যিনি মূলত তাঁর ‘মজাদার’ কনটেন্টের জন্য বিখ্যাত, এবার তাঁর অনুরাগীদের মধ্যে ফেলে দিলেন এক মহা তোলপাড়। কারণ? তিনি নাকি প্রেম করছেন একইসঙ্গে ২২ বছরের কন্টেন্ট ক্রিয়েটর জেড এবং তাঁর মা দানির সঙ্গে। শুধু তাই নয়, একদম সিনেমার মতো টুইস্ট দিয়ে বলেছিলেন যে দুইজনই নাকি গর্ভবতী!
নেটিজেনরা প্রথমে তো চোখ কপালে তুললেন। কিন্তু, কয়েকদিন পরে নিক খোলসা করলেন যে এই ‘গর্ভধারণ’ আসলে একটা ‘স্কিট’। তবে, প্রেমের ব্যাপারটা একেবারে সত্যি! হ্যাঁ, তিনি প্রেম করছেন মা-মেয়ের দু’জনের সঙ্গেই, কিন্তু গর্ভবতী হওয়ার ব্যাপারটা নেহাতই বানানো।
যদিও এই কাণ্ডে সবাই একেবারে বোমা ফাটানোর মতো মন্তব্য করতে শুরু করেছেন। কেউ বলছেন, “এটা একেবারে ঘৃণ্য ব্যাপার, লজ্জা হওয়া উচিৎ।” আবার একজন সোশ্যাল মিডিয়া বিশ্লেষক মন্তব্য করেছেন, “আরে ভাই, এটা একেবারে ইন্টারনেটের ‘ক্লাউট চেজিং’-এর ক্লাসিক কেস। ঘটনা না হলেও, কেলেঙ্কারি বিক্রি হয় ভালই!”
দেখা যাক, নিকের এই ‘ডাবল রোমান্স’ কোথায় গিয়ে শেষ হয়! তবে ইন্টারনেটের জন্য এই ধরনের অদ্ভুত ঘটনা দেখতে আমাদের সময়ে যেন কোনও কমতি নেই!
