আজকাল ওয়েবডেস্ক: প্রতি বছর ২২ এপ্রিল বিশ্বজুড়ে পালন করা হয় বিশ্ব ধরিত্রী দিবস। এই দিনেপ মূল লক্ষ্য হল পরিবেশ রক্ষার প্রতি সচেতনতা বৃদ্ধি করা এবং প্রকৃতি ও পরিবেশের প্রতি মানুষের ভালোবাসাকে আরও জোরদার করা।
এই বছর, 'আমাদের শক্তি, আমাদের গ্রহ' এই থিমে ধরিত্রী দিবস পালিত হচ্ছে। যেখানে পুনর্নবীকরণযোগ্য জ্বালানির জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়া এবং ২০৩০ সালের মধ্যে পরিষ্কার জ্বালানির ব্যবহার তিনগুণ বৃদ্ধির প্রচেষ্টা চালানোর আহ্বান জানানো হচ্ছে।
কেন পালন করা হয় এই দিনটি?
আমাদের পৃথিবী যে উদ্বেগজনক সঙ্কটের মুখোমুখি হচ্ছে তা রোখার চেষ্টা এবং বিশ্বজুড়ে গৃহীত সবুজ উদ্যোগগুলি উদযাপন করার দিন বিশ্ব ধরিত্রী দিবস। সঙ্কট বলতে, প্লাস্টিক দূষণ এবং প্রাকৃতিক সম্পদের অবক্ষয় থেকে শুরু করে বিভিন্ন বিষয়।
বিশ্ব ধরিত্রী দিবস ২০২৫-এর থিম?
Earthday.org অনুযায়ী, এবছরের থিম হল, 'আমাদের শক্তি, আমাদের গ্রহ'। নজর দেওয়া হচ্ছে পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহারে উৎসাহ প্রদানে।
কীভাবে এই বিশেষ দিনটির নামকরণ?
এই বছর বিশ্ব ধরিত্রী দিবসের ৫৫তম বার্ষিকী। ধরিত্রী দিবস আন্দোলনের উৎপত্তি ১৯৭০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে। earthday.org অনুসারে, এটির আয়োজন করেছিলেন তৎকালীন ছাত্রকর্মী এবং EDO-এর প্রতিষ্ঠাতা ডেনিস হেইস। উইসকনসিন সেনেটর গেলর্ড নেলসন পরিবেশ সচেতনতার বৃদ্ধি করতে কলেজ ক্যাম্পাসে পাঠদানের আয়োজনের জন্য হেইসকে নিয়োগ করেছিলেন। কীভাবে কলেজ ক্যাম্পাসের বাইরেও এই উদ্যোগকে বিস্তৃত করে বৃহত্তর জনসাধারণকে সম্পৃক্ত করা যায়, তা নিয়ে চিন্তা ভাবনা করতে শুরু করেন দু'জনে।
তাঁদের প্রথম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল একটি তারিখ নির্বাচন করা। শিক্ষার্থীদের অংশগ্রহণ সর্বাধিক করার জন্য তাঁরা বসন্তকালীন ছুটি এবং চূড়ান্ত পরীক্ষার মাঝামাঝি সময় নির্বাচিত করেন। সেটি হয় ২২ এপ্রিল। সেই বছরের বুধবার। তাঁরা এর নাম দেন: ধরিত্রী দিবস।
বিশ্ব ধরিত্রী দিবস ২০২৫-এর দূত কে?
গ্র্যামি-মনোনীত গায়িকা, অভিনেত্রী এবং দীর্ঘদিনের পরিবেশকর্মী অ্যান্টোনিক স্মিথকে ২০২৫ সালের ধরিত্রী দিবসের আনুষ্ঠানিক দূত হিসেবে মনোনীত করা হয়েছে।
