আজকাল ওয়েবডেস্ক:সোশ্যাল মিডিয়ার যুগে দিনে দিনে ভাইরাল হচ্ছে নানা বিষয়ে। আর অনেকেই সসব ভাইরাল, ট্রেন্ড চেষ্টা করছেন নিজেদের মতো করে। সফল হলে খুশির শেষ নেই, আবার ছড়িয়ে দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সবসময় ট্রেন্ড, ভাইরাল বিষয়ের প্রতি ঝোঁক মুখে হাসি ফোটায় না, অনেক সময় বিপদের সম্মুখীন হতে হয়। ঠিক তেমনই এক ঘটনা ঘটেছে সম্প্রতি। যা ফের চর্চায়।


সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যায়, ‘বয়েলিং ওয়াটার ইনটু আইস’ ট্রেন্ড। তাতে বরফে ঢাকা জায়গায় গরম জল ছুঁড়লেই, যেন চোখের সামনে ঘটে যায় ম্যাজিক। বহু ভিডিওতে দেখা গিয়েছে, বরফে জমে যাওয়ায় জায়গায় ফুটন্ত, গরম জল যেভাবে ছুঁড়বেন, সেখানে, সেভাবেই ‘ফ্রিজ’ অর্থাৎ স্থির হয়ে যাবে সেটি। অনেকটি জায়গা জুড়ে ফোয়ারার মতো করে জল ছোড়া হলে সেটি কুয়াশার মতো, ঝিরঝিরে আস্তরণ হয়ে থেকে যাবে কিছুক্ষণ। 

অনেকেই এই ট্রেন্ড ফল করছেন, ভিডিও বানাচ্ছেন।  সেই ভিডিও বানাতে গিয়েই বিপত্তি। ক্যামেরার দিকে পোজ দিয়ে বরফের আস্তরণে দাঁড়িয়ে কেটল থেকে ফুটন্ত জল যেই ছুড়ঁতে গিয়েছেন তিনি, মুহূর্তের ভুলে জল শূণ্যের বদলে পড়ে তাঁর কাঁধে। ঝলসে যায় চামড়া। তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও হাসপাতাল থেকে ফিরে এসে নাকি একই ভিডিও বানাবার চেষ্টা করেছিলেন তিনি।