আজকাল ওয়েবডেস্ক: জেনেসিস জাসমিন মোহনরাজ একজন কানাডিয়ান র‍্যাপার এবং মডেল যিনি টমি জেনেসিস নামেই পরিচিত। তাঁকে প্রায়শই ‘ইন্টারনেটের সবচেয়ে বিদ্রোহী আন্ডারগ্রাউন্ড র‍্যাপ কুইন’ বলা হয়। তাঁর সঙ্গীতে একটি পরীক্ষামূলক শৈলী রয়েছে এবং তাঁর গানে যৌনগন্ধী শব্দ থাকে। ২০১৮ সালে প্রথম অ্যালবাম টমি জেনেসিস প্রকাশিত হওয়ার পরেই সেই নামটিকেই গ্রহণ করেন তিনি।

নতুন মিউজিক ভিডিও ‘ট্রু ব্লু’ এর জন্য তাঁকে বিতর্কের মুখে পড়তে হচ্ছে। একজন হিন্দু দেবী মা কালির সাজে নিজেকে উপস্থাপন করেছেন তিনি। ভিডিওটিতে তাঁর শরীর সম্পূর্ণ নীল রঙ করা হয়েছে। সারা শরীরে সোনার গয়না এবং কপালে একটি টিপ। এছাড়াও, তাঁকে খ্রিস্টানদের পবিত্র প্রতীক, ক্রুশ নিয়ে আপত্তিকর অঙ্গিভঙ্গি করতে দেখা গিয়েছে। হিন্দু এবং খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে জাসমিনের বিরুদ্ধে।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Tommy Genesis (@tommygenesis)