আজকাল ওয়েবডেস্ক : খালিস্থানি জঙ্গির হামলার হুমকির বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে দেখা হচ্ছে। জানিয়ে দিল কানাডা প্রশাসন। ১৯ নভেম্বর এয়ার ইন্ডিয়ার বিমানে না ওঠার জন্য যে হুমকি খালিস্থানি জঙ্গিরা দিয়েছে তাকে হেফাফেলা করা হবে না। কানাডার পরিবহণ মন্ত্রী পাবলো রডরিগেজ জানিয়েছেন, প্রতিটি বিমানের ওপরই সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। তবে শুধু এয়ার ইন্ডিয়ার বিমান নয়, ভারতীয়দের সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করার দিকেও জোর দিয়ে বলেছে খালিস্থানি জঙ্গিরা। কানাডাতে বর্তমানে সাত লক্ষ সত্তর হাজার শিখ রয়েছে। তাই বিষয়টিকে যথেষ্ট সতর্কতার সঙ্গেই দেখা হচ্ছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মনে করেন, ভারতের সঙ্গে কানাডার সম্পর্ক বরাবরই ভালো। কিন্তু খালিস্থানি জঙ্গিরা সেই সম্পর্ককে শেষ করতে চাইছে। তাই তারা বারে বারে এই ধরনের হুমকি দিয়ে চলেছে। তবে কানাডা সরকার এতে ভয় পায়নি। কানাডার বিভিন্ন প্রান্তে যাতে জঙ্গিরা তাদের কার্যকলাপ না চালাতে পারে সেদিকে কড়া নজর রাখা হয়েছে। কানাডার বসবাসকারী শিখরা যাতে নিশ্চিন্তে থাকতে পারে সেদিকটিও নিশ্চিত করা হয়েছে।
