আজকাল ওয়েবডেস্ক: জনপ্রিয় ইউটিউবার ও লাইভ স্ট্রিমার আইশোস্পিড (IShowSpeed) আবারও চমকে দিলেন ভক্তদের। নিজের সাহসী ও ব্যতিক্রমী স্টান্ট সিরিজের অংশ হিসেবে এবার বিশ্বের দ্রুততম স্থলচর প্রাণী চিতার সঙ্গে স্প্রিন্ট টানার প্রতিযোগিতায় নামলেন তিনি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ২০ বছর বয়সি স্ট্রিমার আইশোস্পিড একটি পূর্ণবয়স্ক চিতার সঙ্গে রেসে অংশ নিচ্ছেন।
ভিডিওর শুরুতেই নিজের চেনা উত্তেজনাপূর্ণ ভঙ্গিতে প্রতিপক্ষকে পরিচয় করিয়ে দেন স্পিড। তিনি বলেন, ‘আজ আমি এই চিতার সঙ্গে দৌড়াব।’ তবে রেস শুরুর আগেই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা।
হঠাৎ চিতা ঝাঁপিয়ে পড়ে স্পিডের দিকে এবং তার পায়ে আঁচড় কাটে। এতে পায়ে দুটি স্পষ্ট আঁচড়ের দাগ পড়লেও দমে যাননি স্পিড। আঘাত সত্ত্বেও রেসে অংশ নেওয়ার সিদ্ধান্তে অটল থাকেন।
এরপর শুরু হয় সেই বহু প্রতীক্ষিত রেস। কাউন্টডাউন শেষ হতেই স্পিড সর্বশক্তি দিয়ে দৌড়াতে শুরু করেন। কিন্তু উল্টোদিকে অতি অনায়াসেই গতি বাড়াতে থাকে চিতা।
শেষ পর্যায়ে সহজেই এগিয়ে যায় প্রাণীটি এবং স্পিডের আগেই ফিনিশিং লাইন অতিক্রম করে। তবে এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
নেটিজেনরা অনেকে স্পিডের সাহসের প্রশংসা করেছেন। অনেকে আবার এই স্পিডের এই রেসকে ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ বলে মন্তব্য করেছেন।
তাদের দাবি, রেস তো দূরের কথা, চিতা আক্রমণ করলে স্পিডের প্রাণও যেতে পারত। উল্লেখ্য, বর্তমানে আইশোস্পিড আফ্রিকা সফরে রয়েছেন, যা ২০২৬ সালের জানুয়ারির শেষ পর্যন্ত চলবে বলে জানা গেছে।
তবে চিতা বিশ্বের দ্রুততম স্থলচর প্রাণী, যা ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার বেগে দৌড়াতে পারে। অন্যদিকে, মানুষের সর্বোচ্চ রেকর্ডকৃত গতি ৪৪.৭২ কিলোমিটার প্রতি ঘণ্টা। যা ২০০৯ সালে স্থাপন করেছিলেন কিংবদন্তি স্প্রিন্টার উসেইন বোল্ট।
ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকেই স্পিডের সাহসিকতা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন, আবার অনেকে তার এমন বিপজ্জনক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন।
প্রসঙ্গত, এর আগেও ক্রীড়াবিদ ও সেলিব্রিটিদের সঙ্গে দৌড়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরিচিতি পেয়েছেন আইশোস্পিড।
২০২৪ সালের নভেম্বরে অলিম্পিক সোনা জয়ী স্প্রিন্টার নোয়া লাইলসের বিরুদ্ধে ৫০ মিটার দৌড়ে ১ লক্ষ ডলারের চ্যালেঞ্জে অংশ নিয়ে ভাইরাল হয়েছিলেন স্পিড। সেই রেসে লড়াই জমিয়ে তুললেও শেষ পর্যন্ত জয় পান লাইলস।
