আজকাল ওয়েবডেস্ক: পৃথিবীর ভিতরে আছে প্রচুর সোনা। এবার সেই সোনা উঠে আসছে মাটির ওপরে। শুনতে অবাক বলে মনে হলেও এটাই সত্যি। গবেষকরা মনে করছেন আগ্নেয়গিরির মধ্যে থেকে যে লাভা বেরিয়ে আসে সেখানে প্রচুর সোনা থাকে। তবে তা এতটাই গরম থাকে যে সেখান থেকে তাকে সামলানো দায়।


তবে এখনই হতাশ হতে চান না গবেষকরা। তারা মনে করেন যদি পৃথিবীর বাইরে একটি টানেল তৈরি করা যায় যেটি একেবারে কোনও ঘুমন্ত আগ্নেয়গিরির কাছে থাকবে। তাহলে সেখান থেকে লাভাকে বের করে নিয়ে আসা সম্ভব হবে। সেখান থেকে তখন শুধু সোনা নয়, আরও বহু দামী ধাতু বের হয়ে আসতে পারবে।


গবেষকরা জানিয়েছেন পৃথিবীর মধ্যে যে সোনা তরল আকারে রয়েছে সেটা প্রায় ২০ ইঞ্চি মোটা। সেখানে ৯৯ শতাংশ বিশুদ্ধ সোনা পাওয়া যাবে। এই সোনা দিয়ে যা তৈরি করা যাবে সেটাই অতি দামী হিসেবে থাকবে। 


তবে এই টানেল করার থেকে কঠিন আর কিছুই হতে পারে না। একে তৈরি করতে গেলে দরকার পরিকল্পনা। সেই কাজই এখন করছেন গবেষকরা। পৃথিবীর নিচ থেকে সোনার পাশাপাশি তরল লোহাকেও নজরে রেখেছেন বিজ্ঞানীরা।


পৃথিবীর নিচে বহু তরল ধাতু উত্তপ্ত অবস্থায় রয়েছে। তাকে যদি সঠিক কাজে লাগানো যেতে পারেন তাহলে সেখান থেকে অনেক উন্নতি হতে পারে। তবে যদি এই সোনাকে বের করতে গিয়ে নতুন করে আগ্নেয়গিরি জেগে ওঠে তাহলে সেটা বাড়তি সমস্যা তৈরি করবে বলেই মনে করছেন সকলে।


এবার সবথেকে অবাক করা ঘটনা হল এই সোনাকে বের করতে হলে পৃথিবীর মাটিকে ২৯ হাজার কিলোমিটার খুঁড়তে হবে। প্রায় ১৮০০ মাইল গর্ত তৈরি করাও খুব সহজ কাজ হবে না। তবে সেখানে নানা ধরণের সমস্যা তৈরি হতে পারে সেটাই এখন প্রধান চিন্তা গবেষকদের কাছে।