আজকাল ওয়েবডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চিনের প্রধান শি জিংপিংয়ের বৈঠকের দিকে কড়া নজর ভারতের। ভারতের সঙ্গে চিনের সম্পর্ক ভালো নয়। দুই দেশের মধ্যে চলছে চাপা উত্তেজনা। তার মধ্যেই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে চিনের এই বৈঠককে মোটেই ভালো নজরে দেখছে না ভারত। এই বৈঠকে বিশ্বের অর্থনীতিতে নতুন করে প্রভাব ফেলবে বলেই মনে করছে ভারত। দই দেশের মধ্যে অর্থনীতি নিয়েই প্রধানত কথা হবে বলেই মনে করা হচ্ছে। এটা সকলেই জানেন চিন বর্তমানে অর্থনৈতিকভাবে অনেকটাই কঠিন পরিস্থিতির সামনে দিয়ে যাচ্ছে। ফলে চিনের উন্নতি যেমন বাধাপ্রাপ্ত হয়েছে তেমনি বাড়ছে বেকারত্ব। অন্যদিকে মধ্যপ্রাচ্য এবং ইউক্রেনে যুদ্ধের পরিস্থিতি নিয়ে কিছুটা হলেও চিন্তিত আমেরিকা। তাই দুই দেশ এক টেবিলে বসে এই সমস্যা থেকে মুক্তির পথ খুঁজবে বলেই মনে করছেন অর্থনীতিবিদরা। এক মার্কিন অর্থনীতিবিদ মনে করেন, ভারতে বর্তমানে একজন শক্তিশালী প্রধানমন্ত্রী রয়েছেন। তবে চিন-মার্কিন বৈঠকের ওপর সকলেরই নজর রয়েছে। ভারতের সঙ্গে মার্কিন সম্পর্ক যথেষ্ট ভালো। তবে চিনের সঙ্গে আমেরিকা নতুন কোন চুক্তি করে তার দিকে অবশ্যই ভারতের নজর থাকবে।
