আজকাল ওয়েবডেস্ক: অন্যান্য দিনের মতোই মঙ্গলবারও মিনেসোটা প্রি-স্কুল থেকে বাড়ি ফিরেছিল পাঁচ বছরের ছেলেটা। তারপরই নিজের বাড়ির ড্রাইভওয়েতেই ফেডারেল ইমিগ্রেশন এজেন্টদের হাতে আটক হল পাঁচ বছরের এক শিশু। বিকেলে পরিবারের গাড়ি যখন ড্রাইভওয়েতে ঢোকে, তখনই ইমিগ্রেশন এজেন্টরা শিশুটিকে ও তার বাবাকে নিয়ে যায়। বুধবার সাংবাদিকদের এই খবর জানিয়েছেন কলাম্বিয়া হাইটস পাবলিক স্কুলসের সুপারিনটেনডেন্ট জেনা স্টেনভিক। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, বাড়ির ভেতরে আর কেউ আছে কি না জানতে ওই শিশুকেই দরজায় নক করতে বলা হয়। এক্ষেত্রে শিশুটিকে টোপ হিসেবে ব্যবহার করা হয়েছে। 

এই ঘটনায় প্রবল বিতর্ক তৈরি হয়েছে। কাঠগড়ায় তোলা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের কড়া অভিবাসন নীতিকে।

কলাম্বিয়া হাইটস পাবলিক স্কুলসের সুপারিনটেনডেন্ট জেনা স্টেনভিক জানিয়েছেন, আটক ওই শিশুটির নাম লিয়াম কোনেহো রামোস। স্টেনভিকের কথায়, শিশুটির বাবা, তার স্ত্রীকে, (যিনি বাড়ির ভেতরে ছিলেন এবং নাম প্রকাশ করা হয়নি) দরজা না খুলতে বলেছিলেন। স্টেনভিক বলেন, পরিবারটি ২০২৪ সালে আমেরিকায় এসেছিল। তাদের একটি সক্রিয় আশ্রয় প্রার্থনা মামলা চলমান আছে এবং তাদের দেশ ছাড়ার কোনো নির্দেশ দেওয়া হয়নি।

জেনা স্টেনভিকের প্রশ্ন, "পাঁচ বছরের একটি শিশুকে কেন আটক করা হবে? আপনি আমাকে বোঝাতে পারবেন না যে এই শিশুকে 'হিংস্র অপরাধী' হিসেবে ধরা হয়েছে।"

ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, নীল টুপি ও স্পাইডার-ম্যান ব্যাকপ্যাক পরা ছোট্ট লিয়ামকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন অস্ত্রে সুসজ্জিত ফেডারেল অফিসাররা। 

যদিও ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাফলিন একটি বিবৃতিতে জানিয়েছেন যে, 'কোনও শিশুকে লক্ষ্যবস্তু করা হয়নি। শিশুটির নিরাপত্তার জন্য, আমাদের একজন আইসিই কর্তা শিশুটির সহ্গে ছিলেন।' ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট শিশুটির বাবা অ্যাড্রিয়ান আলেকজান্ডার কোনেজো আরিয়াসকে গ্রেপ্তার করছিল, যিনি ইকুয়েডরের নাগরিক এবং যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করছেন। ম্যাকলাফলিন বলেন, তিনি পায়ে হেঁটে পালিয়ে যান এবং "তার সন্তানকে ফেলে যান।"

পাল্টা স্টেনভিক ইঙ্গিত দেন, লিয়ামের বাবা পালাননি। তাঁর দাবি, বাড়িতে থাকা আর এক প্রাপ্তবয়স্ক ব্যক্তি বাইরে উপস্থিত ছিলেন, কিন্তু এজেন্টরা লিয়ামকে তাঁর কাছে রেখে যেতে রাজি হননি। কলাম্বিয়া হাইটস স্কুল বোর্ডের চেয়ার মেরি গ্র্যানলান্ড বলেছেন, এজেন্টরা শিশুটিকে নিয়ে যাওয়ার আগে তিনিও দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন।

পরিবারের আইনজীবী মার্ক প্রোকশ বৃহস্পতিবার জানান, লিয়াম ও তাঁর বাবাকে টেক্সাসের ডিলি-তে একটি ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। তাঁরা সম্ভবত ‘ফ্যামিলি হোল্ডিং সেল’-এ আছেন। তবে তাঁদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি।

মিনেসোটায় কড়া অভিবাসন অভিযান
গত ছ’সপ্তাহে মিনেসোটায় প্রায় ৩ হাজার জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের আধিকারিক গ্রেগ বোভিনো। 

লিয়ামের আগে মঙ্গলবারই স্কুলে যাওয়ার পথে ১৭ বছরের এক কিশোরকে আটক করা হয়েছে। এর আগে ১০ ও ১৭ বছরের আরও দু'জনকে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেছেন স্টেনভিক। গত দুই সপ্তাহে স্কুলে উপস্থিতির হারও কমেছে, একদিন তো এক-তৃতীয়াংশ পড়ুয়াই অনুপস্থিত ছিল।

ভাইস প্রেসিডেন্টের মন্তব্য
বৃহস্পতিবার মিনিয়াপোলিসের নেতৃত্বের সঙ্গে বৈঠকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, তিনি “ভয়াবহ” ঘটনার কথা শুনেছেন। পরে জানতে পারেন, শিশুটিকে গ্রেফতার নয়, আটক করা হয়েছে। এরপর তাঁর প্রতিক্রিয়া, "তাহলে ওরা কী করবে? ৫ বছরের একটি শিশুকে কি বরফে জমে মরতে দেবে? আনেরিকা অবৈধভাবে থাকা কাউকে কি গ্রেফতার করবে না?" যদিও বাড়িতে থাকা অন্য প্রাপ্তবয়স্ক ব্যক্তির কাছে শিশুটিকে কেন রেখে যাওয়া হল না, এই প্রশ্নের উত্তর তিনি দেননি।