আজকাল ওয়েবডেস্ক: গ্লেনডেল, ক্যালিফোর্নিয়ার রেনেসাঁস ইভেন্ট ভেন্যু। সেখানে ৩০ অগাস্ট শনিবার রাতে বিয়ের আনন্দ উদযাপন করছিলেন নবদম্পতি জর্জ ও নাদিন ফারাহাত। কিন্তু সেই আনন্দের রাত এক নিমেষে একটি হৃদয়বিদারক ঘটনায় রূপ নেয়। বিয়ের অনুষ্ঠানে এক অনাহূত প্রবেশ করে অতিথি সেজে বিয়ের উপহারের একটি বড় গিফট বক্স চুরি করে নিয়ে যায়। তাতে প্রচুর নগদ অর্থ ছিল ও চেক মিলিয়ে প্রায় ৮০ হাজার থেকে ১ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ থেকে ৮৮ লাখ টাকা)।

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, কালো পোশাক পরা এক টাকমাথা ব্যক্তি অনুষ্ঠানে প্রায় দেড় ঘণ্টা ধরে স্বাভাবিকভাবে ঘুরে বেড়াচ্ছিলেন। তিনি অতিথিদের সঙ্গে মিশেছেন, বাথরুমে গিয়েছেন, এমনকী নিজে একটি পানীয়ও অর্ডার করেন। তাঁকে বর-কনের আশপাশে ঘোরাঘুরি করতেও দেখা যায়। রাত ১১টার দিকে তিনি ভেন্যুতে প্রবেশ করেন এবং ধীরে ধীরে ঘুরে বেড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

অনুষ্ঠান যখন ধীরে ধীরে শেষের দিকে, সেই সময় সুযোগ বুঝে তিনি নগদ অর্থ ও চেক ভর্তি উপহারের বড় বাক্সটি তুলে নিয়ে দ্রুত অনুষ্ঠান থেকে বেরিয়ে যান। বাইরে তাঁর জন্য অপেক্ষা করছিল একটি কালো মারসিডিজ এসিউভি গাড়ি। তাতে চেপে অচিযুক্ত দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয় সময় ৩১ অগাস্ট রাত ১২:৫০ মিনিটে স্থানীয় গ্লেনডেল পুলিশ বিভাগ চুরির রিপোর্ট পায়। অভিযোগে সন্দেহভাজন ব্যক্তিকে ৪০ বছর বয়সী, মধ্যপ্রাচ্যীয় বা শ্বেতাঙ্গ বর্ণের একজন ব্যক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে। পুলিশ এখনও তাঁর পরিচয় শনাক্ত করতে পারেনি। তদন্ত জারি রয়েছে।

এই ঘটনার পর নাদিন ফারাহাত সংবাদমাধ্যম-কে জানিয়েছেন, 'যখন জানতে পারলাম কী হয়েছে, সঙ্গে সঙ্গে মিউজিক বন্ধ হয়ে যায়, পুরো অনুষ্ঠান থমকে যায়। আমি নাচের মেঝেতে বসে কাঁদছিলাম, আমার চারপাশে তখন আমার বন্ধুবান্ধব ও আত্মীয়রা ছিলেন।' তিনি আরও বলেন, 'এটা খুবই ভয়ানক যে কেউ আমাদের জীবনের এমন একটি বিশেষ মুহূর্তকে টার্গেট করল। এটা মেনে নেওয়া কঠিন যে কেউ এসে একটা ছায়ার মতো সব কিছু নিয়ে চলে গেল।'

আরও পড়ুন: অলৌকিক! ১১ ফুট গভীর গর্তে যাত্রী সহ গাড়ি হুড়মুড়িয়ে পড়ে, তবু সবাই বেঁচে ফেরে, কীভাবে? জানুন

বর জর্জ ফারাহাত বলেন, 'সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল আমরা কেউ জানতাম না আর কী হতে পারত। আমাদের কপাল ভালো যে কেউ আহত হননি। এখন আমরা ইতিবাচক চিন্তা করার চেষ্টা করছি। আমাদের বিয়েটা উদযাপন করছি। এই ঘটনা ঘটার পরও।'

ভেন্যু কর্তৃপক্ষ রেনেসাঁস ব্যানকোয়েট হল এখনও এই ঘটনার কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। পরে ওই নব দম্পতি জানিয়েছেন, চোরের সন্ধানে সহায়তা করলে বা গ্রেপ্তারে সাহায্য করলে ৫,০০০ ডলার পুরস্কার দেওয়া হবে। যদিও পুলিশ এখনও চোরের পরিচয় প্রকাশ করতে পারেনি। সামাজিক মাধ্যমে অনেকেই মনে করছেন এটি একটি 'ইনসাইডার' বা ভেতরের কারও কাজ।

বর্তমানে পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে। সন্দেহভাজন ব্যক্তি এখনও অধরা। দ্রুত তাঁকে শনাক্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।