আজকাল ওয়েবডেস্ক: আমেরিকার সেনাবাহিনীতে আর রূপান্তরকামীদের নিয়োগ করা হবে না। শুক্রবার বিবৃতি দিয়ে জানিয়ে দিল মার্কিন সেনাবাহিনী। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, মার্কিন সেনাবাহিনী আর রূপান্তরকামীদের নিয়োগের অনুমতি দেবে না এবং কর্মরতদের জন্য লিঙ্গ পরিবর্তন ও সেই সংক্রান্ত সুযোগ-সুবিধাও দেওয়াও বন্ধ করবে।"
প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পরেই ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে দেন যে, আমেরিকায় এ বার থেকে সরকারিভাবে দু'টিই লিঙ্গ থাকবে- পুরুষ এবং নারী। এর বাইরে আর কোনও লিঙ্গপরিচয়কে স্বীকৃতি দেওয়া হবে না। চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর ট্রাম্প জানিয়ে দেন, শীঘ্রই তিনি এ বিষয়ে একটি নির্বাহী আদেশও জারি করবেন।
সেই মত গত ২৭ জানুয়ারি সেনাবাহিনীতে রূপান্তরকামীদের যোগদানের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ট্রাম্র প্রশাসন। সেই আদেশে উল্লেখ রয়েছে যে, এক জন ব্যক্তির লিঙ্গ পরিচয় নিয়ে বিভ্রান্তি থাকলে তা সামরিক বাহিনীর জন্য প্রয়োজনীয় কঠোর মান পূরণ করতে অক্ষম হবে। সে সময়ই পেন্টাগন-কে এক মাসের মধ্যে রূপান্তরকামীদের নিয়ে নীতি নির্ধারণের নির্দেশ দিয়েছিল।
প্রশাসনের সেই নির্দেশ মেনেই আমেরিকার সেনাবাহিনীর তরফে নয়া সিদ্ধান্তের কথা জানানো হল। মার্কিন প্রতিরক্ষা বিভাগের পরিসংখ্যান অনুসারে, এই সিদ্ধান্তের ফলে মার্কিন সেনাবাহিনীতে কর্মরত প্রায় ১১,৫০০ রূপান্তরকামী ভবিষ্যৎ অন্ধকারে। অবশ্য এই সংখ্যাটা আমেরিকার সামরিক বাহিনীর মোট সদস্যের ১ শতাংসেরও কম।
