আজকাল ওয়েবডেস্ক: পাহেলগাঁও-এ ২২ এপ্রিলের ভয়াবহ জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে আজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকা হয়েছে। ওই হামলায় ২৬ জন নিহত হন।
পাকিস্তান ইতিমধ্যে জানিয়েছে, তারা ভারতের "আক্রমণাত্মক পদক্ষেপ ও উসকানিমূলক বক্তব্য" তুলে ধরবে। বিশেষ করে ভারতের সিন্ধু জলচুক্তি স্থগিতের সিদ্ধান্তকে "অবৈধ ও অঞ্চলের শান্তির জন্য হুমকি" বলে অভিহিত করেছে ইসলামাবাদ।
নিরাপত্তা পরিষদের সভাপতি ও জাতিসংঘে গ্রিসের স্থায়ী প্রতিনিধি ইভানজেলোস সেকেরিস বলেন, “আমরা সব ধরণের সন্ত্রাসবাদের নিন্দা জানাই। তবে এই অঞ্চলের দুই বড় দেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে আমরা উদ্বিগ্ন। অবশ্যই ভারত অনেক বড় দেশ।”
হামলার পর ভারত পাকিস্তানি কূটনীতিকদের বহিষ্কার, সিন্ধু জলচুক্তি স্থগিত, আটারি সীমান্ত বন্ধ-সহ একাধিক পাল্টা পদক্ষেপ নিয়েছে। পাকিস্তানও ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে এবং বাণিজ্য বন্ধ করে জবাব দিয়েছে।
পাকিস্তান হুঁশিয়ারি দিয়েছে, ভারতের জলচুক্তি স্থগিত করা হলে তা “যুদ্ধ ঘোষণার শামিল” হিসেবে বিবেচিত হবে।
