আজকাল ওয়েবডেস্ক: বিশ্বে এমন অনেক চাকরিই আছে যেখানে মোটা টাকা মাইনে পেয়ে থাকেন কর্মীরা। এর মধ্যে তথ্যপ্রযুক্তি সংস্থা যেমন আছে, তেমনই আছে ব্যাঙ্ক-সহ আরও নানা ক্ষেত্রের চাকরি। কিন্তু কখনও দেখেছেন শুধুমাত্র ঘর গুছিয়ে বছরে ৮৩ লক্ষ টাকা উপার্জন করা যাবে? শুনতে অবিশ্বাস্য মনে হচ্ছে তো?
কিন্তু দুবাইয়ের একটি এজেন্সি এমনই বিজ্ঞাপন দিয়েছে। দুবাইয়ের সংস্থাটি হাউস ম্যানেজারের দু'টি শূন্যপদের বিজ্ঞাপন দিয়েছে। সেই চাকরির চোখ ধাঁধানো বেতন ইন্টারনেটের সকলকে হতবাক করে দিয়েছে। কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এমনকি মজা করে বলছেন যে তাঁরা এর জন্য তাঁদের বর্তমান চাকরি ছেড়ে দিতেও প্রস্তুত।
রয়েল মেইসন হল একটি নিয়োগ সংস্থা। যারা মধ্যপ্রাচ্যের অভিজাত এবং রাজপরিবারগুলির জন্য গৃহকর্মী নিয়োগ করে। গত সপ্তাহে, সংস্থাটি আবুধাবি এবং দুবাইতে ভিআইপিদের জন্য দু'টি চাকরির বিজ্ঞাপন দিয়েছে।
ইনস্টাগ্রামের বিজ্ঞাপনে সংস্থার তরফ থেকে লেখা হয়েছে, "আমরা বর্তমানে আমাদের দলে যোগদানের জন্য একজন দক্ষ এবং নিবেদিতপ্রাণ পূর্ণ সময়ের হাউস ম্যানেজার খুঁজছি। এই পদের জন্য প্রতি মাসে আকর্ষণীয় ৩০ হাজার দিরহাম বেতন প্রদান করা হবে।"
৩০ হাজার দিরহাম বেতন প্রতি মাসে ভারতীয় মুদ্রায় প্রায় ৭ লক্ষ টাকা। বার্ষিক বেতন ৮৩ লক্ষ টাকা। যা ভারতের অনেক প্রযুক্তিবিদ এবং আর্থিক পেশাদারদের আয়ের চেয়েও বেশি। সংযুক্ত আরব আমিরশাহে গৃহকাজের মানদণ্ডের তুলনায়ও বেশি।
স্টাফিং এজেন্সি তার ক্লায়েন্টদের নাম প্রকাশ করেনি। কেবল উল্লেখ করেছে, দু'টি পৃথক কাজ, উভয়ই ভিআইপিদের জন্য। একজন ক্লায়েন্ট দুবাইতে এবং অন্যজন আবুধাবিতে থাকেন। সংস্থাটি স্পষ্ট করে জানিয়েছে যে ক্লায়েন্টরা উভয়ই পারিবারিক ব্যবসায়ী, 'সেলিব্রিটি বা বিনোদন জগতের ব্যক্তিত্ব নন।'
সংস্থাটি আরও জানিয়েছে, আবেদনে কোনও বাধ্যবাধকতা নেই। আগ্রহী প্রার্থীরা তাঁদের সিভি ইমেল করতে পারবেন। করবেন না কি আবেদন?
